বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে ঢাকাসহ বিভিন্ন অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বরিশালে দুই নম্বর সতর্কতা সংকেত দেখানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকে বরিশালসহ দেশের অভ্যন্তরীণ রুটগুলোতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিউটিএ বরিশালের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, বরিশালে দুই নম্বর সতর্ক সংকেত দেখানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও বলেন, “ঢাকা-বরিশাল রুটের লঞ্চ চলাচলের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আবহাওয়া পরিস্থিতি বুঝে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।”
ঘূর্ণিঝড় দানার প্রভাবে বরিশালে বৃহস্পতিবার সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এতে নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে গেছে এবং অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না। স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা বলেছে।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর এবং নদী বন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত দেখানো হচ্ছে। ফলে অভ্যন্তরীণ রুটগুলোতে লঞ্চ চলাচল আপাতত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।