রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং পাশের দু’টি ভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ঘটনার পরপরই স্থানীয় এক নির্মাণাধীন ভবনের নিচে পানি জমে থাকার বিষয়টি লক্ষ্য করা যায়।
রবিবার (৯ ফেব্রুয়ারি) ভবনের বেজমেন্টে জমে থাকা পানি তোলার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, “নিচে যে পানি জমে আছে, তা আমরা সেচযন্ত্র দিয়ে সরাচ্ছি। তবে এখানে আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি না।”
তিনি আরও জানান, ‘পানি জমার কারণে ওই এলাকায় শঙ্কা তৈরি হয়েছে।’
পানি জমার কারণ সম্পর্কে তিনি বলেন, “এটি মূলত বৃষ্টির পানি হতে পারে, তবে পানি দেখতে নতুন এবং বেশিদিন আগের মনে হচ্ছে না।” ফায়ার সার্ভিসের মতে, সেখানে প্রায় আড়াই লাখ লিটার পানি জমে থাকতে পারে।
এদিকে, ওই ভবনের নিচে রহস্যজনক একটি আন্ডারগ্রাউন্ড (বেজমেন্ট) আছে বলে ধারণা করছেন স্থানীয়রা। তাদের মধ্যে কেউ কেউ দাবি করছেন, সেখানে ‘আয়নাঘর’ থাকতে পারে। তবে, এ বিষয়ে ফায়ার সার্ভিসের তরফ থেকে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তারা পানি তোলার কাজ শেষ করে ভবনের অন্যান্য অংশের দিকে তদন্ত চালানোর প্রস্তুতি নিচ্ছেন।