ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
জেলা ও উপজেলা প্রতিনিধি নিবে দৈনিক বাংলাদেশ সময় প্রাথমিকের ৬ হাজার ৫৩১ জন শিক্ষক নিয়োগ হাইকোর্টে বাতিল দুদকের মামলায় শিবলী রুবাইয়াতের রিমান্ড নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ ভারতের উদ্দেশ্যে পররাষ্ট্র উপদেষ্টার বার্তা শেখ হাসিনার বিচার দাবিতে শাহবাগ অবরোধ সড়কে ছিনতাই প্রতিরোধে ‘হালকা অস্ত্র’ পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন মনির হায়দার সকালে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ধানমন্ডি ৩২ এসে ‘জয় বাংলা’ স্লোগান ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি বরাবরের মতো বায়ুদূষণে শীর্ষে ঢাকা আজকে ঢাকার আবহাওয়া

দুদকের মামলায় শিবলী রুবাইয়াতের রিমান্ড নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের রিমান্ড নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা শিবলী রুবাইয়াত-উল-ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে, নির্ধারিত সময়ে ওকালতনামা দাখিল না হওয়ায় রিমান্ড শুনানির জন্য পরবর্তী দিন নির্ধারণ করা হয়। গত ৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) একটি টিম।

মামলার এজাহারের সূত্রে জানা গেছে, শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামা দেখিয়ে প্রায় দুই লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৯২ লাখ টাকা) ঘুষ গ্রহণ করেছেন। এছাড়া, ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানি না করে জালিয়াতির আশ্রয় নিয়ে তিন লাখ ৬১ হাজার ইউএস ডলার বাংলাদেশে নিয়ে আসেন, যার মধ্যে এক কোটি ৮৪ লাখ ২৮ হাজার টাকা তিনি নিজের কাছে গ্রহণ করেছেন।

শিবলী রুবাইয়াত ২০২০ সালে প্রথম বারের মতো বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এবং গতবছর মে মাসে পুনর্নিয়োগ পান। তবে, ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর ১০ আগস্ট তিনি বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যান। গত ৯ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করে এবং ৩০ জানুয়ারি তার পাসপোর্ট বাতিল করে সরকার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ
Verified by MonsterInsights

দুদকের মামলায় শিবলী রুবাইয়াতের রিমান্ড নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

আপডেট সময় ০৩:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের রিমান্ড নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা শিবলী রুবাইয়াত-উল-ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে, নির্ধারিত সময়ে ওকালতনামা দাখিল না হওয়ায় রিমান্ড শুনানির জন্য পরবর্তী দিন নির্ধারণ করা হয়। গত ৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) একটি টিম।

মামলার এজাহারের সূত্রে জানা গেছে, শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামা দেখিয়ে প্রায় দুই লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৯২ লাখ টাকা) ঘুষ গ্রহণ করেছেন। এছাড়া, ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানি না করে জালিয়াতির আশ্রয় নিয়ে তিন লাখ ৬১ হাজার ইউএস ডলার বাংলাদেশে নিয়ে আসেন, যার মধ্যে এক কোটি ৮৪ লাখ ২৮ হাজার টাকা তিনি নিজের কাছে গ্রহণ করেছেন।

শিবলী রুবাইয়াত ২০২০ সালে প্রথম বারের মতো বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এবং গতবছর মে মাসে পুনর্নিয়োগ পান। তবে, ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর ১০ আগস্ট তিনি বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যান। গত ৯ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করে এবং ৩০ জানুয়ারি তার পাসপোর্ট বাতিল করে সরকার।