বগুড়ায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার বিকাল সাড়ে চারটার দিকে শেরপুর উপজেলা পরিষদের উত্তরে টিএমএসএস অফিস-২ এর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- শেরপুর উপজেলার ঘোলাগাড়ী পূর্বপাড়া এলাকার মৃত হাফিজার রহমানের ছেলে জুয়েল রানা এবং একই এলাকার শিষ মোহাম্মাদের ছেলে বাবু বিশ্বাস।
এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবির ইনচার্জ মুস্তাফিজ হাসান।
ডিবির এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুররে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে আদালতে পাঠানো হয়েছে।