‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের মহাসম্মেলন ও গ্রামীণ খেলাধুলা আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) ও শনিবার (২৫ জানুয়ারি) দুই দিনব্যাপী উপজেলার সান্তাহার আধুনিক স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন এই আয়োজনটি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারি সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমূখ।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে অনুষ্ঠানের শুরুতেই শিক্ষকদের প্রীতি ফুটবল টুর্ণমেন্ট অনুষ্ঠিত হয়। এরপর গ্রামীণ খেলাধুলা- হাঁড়ি ভাঙা, গোল্লাছুট, বালিশ খেলা, বেলুন ফুটানো, দ্রুত হাটা, ঝুঁড়িতে কর্ক নিক্ষেপ, চামুচ ও হাড়ি মাথায় নিয়ে ভারসাম্য দৌঁড় প্রতিযোগিতা হয়। প্রথম হয় শহীদ সিরাজ খান মোমোরিয়াল একাডেমী উচ্চ বিদ্যালয়ের পিঠা স্টল। অনুষ্ঠানে রাখা হয়েছিলো র্যাফেল ‘ড্র’।
খেলা শেষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। সেখানে পিঠার ১১টি স্টল বসে। বিকেল ৫টায় সকল ধরনের প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের নিমিত্তে দুই দিনব্যাপী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের নিয়ে মহাসম্মেলন ও গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়েছে।