ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
IRIDP-3 প্রকল্পে সহকারী প্রকৌশলী মো: জাকির হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ এলজিইডি সংশ্লিষ্ট কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।গোপাল কৃষ্ণ দেবনাথ,প্রধান প্রকৌশলী রুটিন দায়িত্ব ,এলজিইডি খবর না দিয়েই হঠাৎ এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের ভিজিট ইউরোপের ৮ দেশের ভিসা মিলবে ঢাকায় বাণিজ্য বন্ধ করলে দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না ভারত: গয়েশ্বর চন্দ্র রায় দিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি লন্ডনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশে সাবেক এমপি ও মন্ত্রীদের উপস্থিতি ২০০৭ সালের আগে জন্ম নিলে ভোটার হওয়ার আহ্বান ইসির ময়মনসিংহের নান্দাইলে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ মাগুরায় থানার সামনেও দুর্ধর্ষ চুরি দুদক ও বিচার বিভাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আইন উপদেষ্টা বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু দোয়ারাবাজারে পরিত্যক্ত ঘর থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার মুরাদনগরে শ্রেণি কক্ষ না থাকায় খোলা আকাশের নিচে চলছে পাঠদান

২০১৮ সালে নির্বাচনে প্রায় সব দল অংশ নিয়েছে: জিএম কাদের

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অনেকে ১৫ বছরের অবৈধ শাসনকে নির্বাচন করে বৈধতা দেয়ার অভিযোগ করেছেন। তবে তিনি দাবি করেছেন, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত অবৈধ হলে ১০ বছরের হিসাব করা উচিত, কারণ ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত সরকার ছিল বৈধ।

তিনি শুক্রবার (১ নভেম্বর) বনানীর পার্টি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন।

বিএনপি ও অন্যান্য দলের নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “অন্য দলগুলো নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করেছে এবং বৈধতা দিয়েছে।” তিনি ২০১৮ সালের নির্বাচনে সব দলের অংশগ্রহণের কথাও উল্লেখ করেন।

এ সময় কাদের বলেন, গতকাল (৩১ অক্টোবর) কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা দলের নেতাকর্মীরা শনিবারের সমাবেশের প্রস্তুতি সভায় ছিল।

তিনি আওয়ামী লীগ সরকারের ‘দোসর’ হিসেবে জাতীয় পার্টিকে সমালোচনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আওয়ামী লীগের আমলে অন্যান্য দল নির্বাচনে অংশ নিলেও শুধুমাত্র জাতীয় পার্টির দিকে অভিযোগের আঙুল তোলা হয়।”

জি এম কাদের বলেন, “নির্বাচনে অংশগ্রহণ করা কোনো অপরাধ নয়। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অপরাধীর তকমা লাগানো হচ্ছে।” তিনি দলের নেতাকর্মীদের শনিবারের সমাবেশে যোগ দিতে আহ্বান জানান এবং যে কোনো ধরনের প্রতিবাদে প্রস্তুত থাকার কথাও বলেন।

অগ্নিসংযোগের ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “আমরা জীবন দিতে প্রস্তুত আছি, দেশের জন্য। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু আমরা সৎ ও ন্যায়ের পথে রয়েছি।”

তিনি আরো বলেন, “দেশে বিভাজন তৈরি হয়েছে। একপক্ষে পবিত্র গোষ্ঠী আরেকপক্ষে অপবিত্র গোষ্ঠী। শেখ হাসিনার সরকারের বৈষম্যের শিকার হলে সেটা আমাদের জন্য ক্ষতিকর হবে।”

জনপ্রিয় সংবাদ

IRIDP-3 প্রকল্পে সহকারী প্রকৌশলী মো: জাকির হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

এলজিইডি সংশ্লিষ্ট কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।গোপাল কৃষ্ণ দেবনাথ,প্রধান প্রকৌশলী রুটিন দায়িত্ব ,এলজিইডি

খবর না দিয়েই হঠাৎ এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের ভিজিট

২০১৮ সালে নির্বাচনে প্রায় সব দল অংশ নিয়েছে: জিএম কাদের

আপডেট সময় ০৭:১৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অনেকে ১৫ বছরের অবৈধ শাসনকে নির্বাচন করে বৈধতা দেয়ার অভিযোগ করেছেন। তবে তিনি দাবি করেছেন, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত অবৈধ হলে ১০ বছরের হিসাব করা উচিত, কারণ ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত সরকার ছিল বৈধ।

তিনি শুক্রবার (১ নভেম্বর) বনানীর পার্টি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন।

বিএনপি ও অন্যান্য দলের নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “অন্য দলগুলো নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করেছে এবং বৈধতা দিয়েছে।” তিনি ২০১৮ সালের নির্বাচনে সব দলের অংশগ্রহণের কথাও উল্লেখ করেন।

এ সময় কাদের বলেন, গতকাল (৩১ অক্টোবর) কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা দলের নেতাকর্মীরা শনিবারের সমাবেশের প্রস্তুতি সভায় ছিল।

তিনি আওয়ামী লীগ সরকারের ‘দোসর’ হিসেবে জাতীয় পার্টিকে সমালোচনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আওয়ামী লীগের আমলে অন্যান্য দল নির্বাচনে অংশ নিলেও শুধুমাত্র জাতীয় পার্টির দিকে অভিযোগের আঙুল তোলা হয়।”

জি এম কাদের বলেন, “নির্বাচনে অংশগ্রহণ করা কোনো অপরাধ নয়। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অপরাধীর তকমা লাগানো হচ্ছে।” তিনি দলের নেতাকর্মীদের শনিবারের সমাবেশে যোগ দিতে আহ্বান জানান এবং যে কোনো ধরনের প্রতিবাদে প্রস্তুত থাকার কথাও বলেন।

অগ্নিসংযোগের ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “আমরা জীবন দিতে প্রস্তুত আছি, দেশের জন্য। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু আমরা সৎ ও ন্যায়ের পথে রয়েছি।”

তিনি আরো বলেন, “দেশে বিভাজন তৈরি হয়েছে। একপক্ষে পবিত্র গোষ্ঠী আরেকপক্ষে অপবিত্র গোষ্ঠী। শেখ হাসিনার সরকারের বৈষম্যের শিকার হলে সেটা আমাদের জন্য ক্ষতিকর হবে।”