আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ বিষয়ে দেওয়া বক্তব্যকে ‘ভূতের মুখে রামনাম’ বলে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “তাদের (আওয়ামী লীগ) মুখে গণতন্ত্রের কথা মানুষ বিশ্বাস করে না।” সম্প্রতি লন্ডনভিত্তিক চ্যানেল এস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে হাছান মাহমুদ বলেন, দেশের ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ প্রয়োজনে বিএনপির সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত আওয়ামী লীগ।
হাছান মাহমুদের এ বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বললে ঘোড়াও হাসবে। দেশের মানুষ তাদের তাড়িয়ে দিয়েছে, তারা পালিয়ে গেছে। তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।” তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে এবং জনগণ তাদের গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে কোনো বিশ্বাস করে না।
সাক্ষাৎকারে হাছান মাহমুদ আরও বলেন, বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণে আনতে না পারা ছিল আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল। তিনি স্বীকার করেন, “বিএনপি সব সময় নির্বাচন বর্জন ও প্রতিহত করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের দায়িত্ব ছিল তাদের নির্বাচনে একমোডেট করা।”
বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ ও বিএনপির একত্রে কাজ করার চিন্তা রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে, তবে বিএনপি নেতারা এটি নাকচ করেছেন। আওয়ামী শাসনের পতনের পর নেতারা আত্মগোপনে চলে যান এবং এ পরিস্থিতিতে হাছান মাহমুদের এ বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে।