অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুদক তাপসের বনানীর বাসার ঠিকানায় একটি চিঠি পাঠিয়ে ৩ নভেম্বর সকাল ১১টায় তাকে দুদক কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করেছে।
দুদকের চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সাবেক মেয়র তাপসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য গ্রহণ করা প্রয়োজন। তাপস নির্ধারিত সময়ে হাজির না হলে ধরে নেওয়া হবে যে, তার এই অভিযোগ বিষয়ে কোনো বক্তব্য নেই।
শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। তার মেয়র পদে থাকার সময় এবং বিভিন্ন দায়িত্বে থাকাকালীন সময়ে এসব অভিযোগ ওঠে। দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে এবং তার বক্তব্য গ্রহণের জন্য ৩ নভেম্বর তারিখ নির্ধারণ করেছে।
দুদক জানিয়েছে, তাপসের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যথাযথভাবে খতিয়ে দেখার জন্য তার ব্যক্তিগত বক্তব্য শ্রবণ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে তার সহযোগিতা অপরিহার্য বলে জানিয়েছে দুদক।