এলজিইডি ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে গত ৩ নভেম্বর দায়িত্ব নেয়ার পর ঢাকা জলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে যোগদান পরবর্তী এক আলোচনায় তিনি বলেছেন, দেশের চলমান উন্নয়ন কাজে যেসব ঠিকাদার গুণগত মান ও টেকসই বজায় না রেখে কাজ খারাপ করবে এবং সঠিক সময়ে কাজ করবে না তাদের শুধু কালো তালিকাভুক্ত নয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, নাগরিক সেবা সুনিশ্চিত করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সংশ্লিষ্ট দায়িত্বে থাকা সকলের সততা ও আন্তরিকতা অত্যন্ত জরুরি। ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব গ্রহণের পরই সরকার নানামুখী সংস্কারের উদ্যোগ নিয়েছে। মাননীয় স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ মহোদয়, সচিব মহোদয় ও প্রধান প্রকৌশলী মহোদয়ের দিক নির্দেশনায় আমরা সকলে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সততার সহিত কাজ করে যাবো।
তিনি আরো বলেন, কোনো প্রকার অনিয়মের সঙ্গে যদি এলজিইডির কোনো কাজ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অধীনে বিভিন্ন উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ভিন্ন মতাদর্শের হওয়া আওয়ামী লীগের সময়ে তিনি ইতিপূর্বে বৈষম্যের স্বীকার হয়ে প্রধান কার্যালয়ে অডিট বিভাগে দীর্ঘদিন কোণঠাসা অবস্থায় ছিলেন।