ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
সংবাদ শিরোনামঃ
সাবেক মেয়র তাপসকে দুদকে তলব দুর্নীতির অভিযোগে ডিবি হারুন ও তার পরিবারকে দুদকে তলব দুর্নীতির অভিযোগে দুই যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের যবিপ্রবিরএডি আব্দুর রশিদের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতন ও আর্থিক দুর্নীতির অভিযোগ ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে লন্ডনে দাপিয়ে বেড়াচ্ছেন সাইফুজ্জামান রাজস্ব পরিদর্শক খায়রুল হাসান নিপু’র বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মেয়র আতিকের এপিএস ফরিদের ভাই ফারুকের বিরুদ্ধে হুন্ডি ও অর্থপাচারের অভিযোগ মৌলভীবাজারের টেন্ডার নিয়ন্ত্রণ, কাজ না করে বিল উত্তোলন উপ-সহকারী প্রকৌশলীর দুদকের জালে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম অবশেষে দুর্নীতিপরায়ন স্থানীয় সরকার সচিব আবু হেনা মোর্শেদ জামান ওএসডি

ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘‘আমি (ডোনাল্ড) ট্রাম্পকে আশ্বস্ত করছি যে, আমরা তার সঙ্গে কাজ করব এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব, যা আমেরিকানরা আশা করে।’’

হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে দেওয়া এই বক্তব্যে বাইডেন আরও বলেন, ‘‘আমরা সেই ধারা অনুসরণ করব যা আমাদের দেশের গণতান্ত্রিক ঐতিহ্যে রয়েছে।’’ পাশাপাশি তিনি তার সহযাত্রী, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণার প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন।

বাইডেন বলেন, ‘‘কমলা হ্যারিস তার শক্তিশালী সহযোগী ছিলেন এবং নির্বাচনী প্রচারণায় তিনি যা করেছেন, তাতে আমি গর্বিত। তার ব্যক্তিত্ব এবং নেতৃত্বের গুণাবলি আমি শুরুর থেকেই দেখেছি।’’

বাইডেন তাঁর ভাষণে আরও কিছু রাজনৈতিক বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘‘নির্বাচনী প্রচারণায় আমাদের দল যা করেছে, তাতে আমি গর্বিত। তবে আমি মনে করি যে, কমলা হ্যারিসের হেরে যাওয়ার পিছনে কিছুটা অর্থনৈতিক প্রতিশ্রুতি না থাকাটা ছিল একটি বড় কারণ।’’

বাইডেন তার প্রশাসনের অবদানের কথা উল্লেখ করলেও সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।

বাইডেনের চোখের সামনেই ইতিহাস গড়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন। পাশাপাশি, রিপাবলিকানরা পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ লাভ করে। তবে, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়ে এখনও পরিস্থিতি স্পষ্ট হয়নি, তবে সেখানেও রিপাবলিকানরা এগিয়ে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যানী পূজা

ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন

আপডেট সময় ০৮:৩৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘‘আমি (ডোনাল্ড) ট্রাম্পকে আশ্বস্ত করছি যে, আমরা তার সঙ্গে কাজ করব এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব, যা আমেরিকানরা আশা করে।’’

হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে দেওয়া এই বক্তব্যে বাইডেন আরও বলেন, ‘‘আমরা সেই ধারা অনুসরণ করব যা আমাদের দেশের গণতান্ত্রিক ঐতিহ্যে রয়েছে।’’ পাশাপাশি তিনি তার সহযাত্রী, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণার প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন।

বাইডেন বলেন, ‘‘কমলা হ্যারিস তার শক্তিশালী সহযোগী ছিলেন এবং নির্বাচনী প্রচারণায় তিনি যা করেছেন, তাতে আমি গর্বিত। তার ব্যক্তিত্ব এবং নেতৃত্বের গুণাবলি আমি শুরুর থেকেই দেখেছি।’’

বাইডেন তাঁর ভাষণে আরও কিছু রাজনৈতিক বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘‘নির্বাচনী প্রচারণায় আমাদের দল যা করেছে, তাতে আমি গর্বিত। তবে আমি মনে করি যে, কমলা হ্যারিসের হেরে যাওয়ার পিছনে কিছুটা অর্থনৈতিক প্রতিশ্রুতি না থাকাটা ছিল একটি বড় কারণ।’’

বাইডেন তার প্রশাসনের অবদানের কথা উল্লেখ করলেও সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।

বাইডেনের চোখের সামনেই ইতিহাস গড়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন। পাশাপাশি, রিপাবলিকানরা পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ লাভ করে। তবে, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়ে এখনও পরিস্থিতি স্পষ্ট হয়নি, তবে সেখানেও রিপাবলিকানরা এগিয়ে রয়েছে।