বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিপদ শেষ হয়নি, বরং নতুন করে বিপদের সম্ভাবনা তৈরি হয়েছে।”
জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপির ওপর সবসময় আঘাত এসেছে, কিন্তু কেউ বিএনপিকে ভাঙতে পারেনি। আমাদের সজাগ থাকতে হবে।”
মির্জা ফখরুল উল্লেখ করেন, ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়া ও ৭১ সালে শেখ মুজিবুর রহমানের আত্মসমর্পণের জন্য বাসায় অপেক্ষার বিষয়টি আওয়ামী লীগের নেতা তাজউদ্দিন আহমেদের মেয়ের লেখা বইতেও উল্লেখ আছে।
তিনি আরও বলেন, “৭ নভেম্বর বিপ্লবের নায়ক ছিল সাধারণ সিপাহী ও জনতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেদিন জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, গার্মেন্টস শিল্পের প্রসার ঘটান, ও রেমিটেন্স বৃদ্ধির জন্য বৈদেশিক কর্মী পাঠানোর সূচনা করেন। এছাড়া, খাল কাটা কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লবও এনেছিলেন।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা এবং সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ।