বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলনের মাধ্যমে কিভাবে অধিকার আদায় করতে হয় তরিকুল ইসলাম ছিলেন তার একমাত্র উদাহরণ। যেটাকে তিনি দেশের স্বার্থে কল্যাণজনক মনে করেছেন সেখানে দৃঢ় থেকেছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে যশোর টাউন হল ময়দানে ভার্চুয়াল স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকন।
নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সহ সংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম, ডাক্তার হারুন-অর-রশিদ, জাহিদ হাসান টুকুন,অধ্যক্ষ আইয়ুব হোসেন, এ জেড এম সালেক, দীপঙ্কর দাস রতন, তন্ময় সাহা, মাওলানা বেলায়েত হোসেন, রাজিতুর রহমান সাগর প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় আরো বলেন, স্বৈরাচারী সরকার মানুষের প্রতিটি অধিকারকে ডাকাতি করেছে। সে সময় দলকে এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে কাজ করেছেন তরিকুল ইসলাম।
সংস্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেকে সংস্কারের কথা বলছেন। তবে কাগজে-কলমে সংস্কারের প্রয়োজন আছে কিন্তু আমি মনে করি মানুষের ভাগ্যের উন্নয়ন হলে প্রকৃত সংস্কার হবে। দেশে এক ক্রান্তিকাল চলছে। স্বৈরাচারের মাথা চলে গেলেও তার প্রেতাত্নারা প্রশাসনে ঘাপটি মেরে আছে। তারা নানা চক্রান্ত করছে। সেজন্যই বর্তমান সময়কে দেশের ক্লান্তি কাল বলতে চাই।
তিনি আরো বলেন এই সময়ে তরিকুল ইসলামের মত একজন নেতার প্রয়োজনীয়তা অনুভব করছি। আজ তিনি থাকলে তার পরামর্শে দল এবং দেশ উপকৃত হতো। সভায় তরিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন মাওলানা আব্দুল মান্নান। স্মরণসভায় যশোর খুলনাসহ এ অঞ্চলের মানুষ যোগদান করায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।