জাতির অস্তিত্বের প্রশ্নে রাজনৈতিক মতাদর্শ পাশ কাটিয়ে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি, তারা সেটি মুছে ফেলার চেষ্টা করছে এবং এ প্রচেষ্টা বিদেশ থেকেও চলছে।
আজ বুধবার (০৪ ডিসেম্বর) বিকালে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, তা অনেকের পছন্দ হচ্ছে না। এই স্বাধীনতা এবং পরিবর্তন রোধে নানা ধরনের চেষ্টা চলছে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “৫ আগস্টের পর থেকে আমাদের স্বাধীনতার গৌরবকে মুছে ফেলার চেষ্টা অব্যাহত রয়েছে। যাদের এই বিজয়ের অভ্যুত্থান পছন্দ হয়নি, তারা নতুনভাবে পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চায়। একে আড়াল করে নতুন কল্পকাহিনি তৈরি করা হচ্ছে, যা শুধু দেশেই নয়, বিশ্বের বিশেষ বিশেষ বড় দেশগুলোর মধ্যে ছড়িয়ে পড়েছে।”
তিনি বলেন, “এই অবস্থা আমাদের জাতি হিসেবে অস্তিত্বের প্রশ্নে দাঁড় করিয়ে দিয়েছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত, স্বাধীনতার মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ তৈরি করেছি, তা যেন তারা মুছে ফেলতে না পারে।”
ড. ইউনূস আরও বলেন, “তাদের শক্তি এত বেশি যে তারা অর্থ, আয়োজন এবং মানুষের প্রলুব্ধকরণের মাধ্যমে অনেককেই বিভ্রান্ত করতে পারছে। তাদের প্রচারের সামনে অনেকেই সন্দিহান হয়ে পড়েছেন। তবে আমাদের সবাইকে একজোট হতে হবে এবং বাস্তব পরিস্থিতি প্রতিষ্ঠিত করতে হবে।”
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে অংশগ্রহণকারীরা সাম্প্রতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
প্রধান উপদেষ্টা আরও জানান, তিনি আগামী বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
এ বৈঠকগুলোর উদ্দেশ্য ছিল জাতীয় ঐক্য গড়ে তোলা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সব দলের একত্রিত হয়ে কাজ করা।