ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বাজিতপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান রকিবুল ইসলাম শিবলী আটক যশোরের মনিরামপুর উপজেলায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ সময়ের নির্বাহী সম্পাদকের জন্মদিনে শুভেচ্ছা IRIDP-3 প্রকল্পে সহকারী প্রকৌশলী মো: জাকির হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ এলজিইডি সংশ্লিষ্ট কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।গোপাল কৃষ্ণ দেবনাথ,প্রধান প্রকৌশলী রুটিন দায়িত্ব ,এলজিইডি আদালতে যাওয়ার পথে হত্যা মামলার আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগ বিদেশি মুদ্রার বিনিময় হার পুরোপুরি বাজারভিত্তিক করতে আইএমএফের তাগাদা তাপস-মুন্নীর গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তরুণদের দিয়ে বিএনপির কড়া সতর্ক বার্তা পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে: উপদেষ্টা  এম সাখাওয়াত হোসেন শ্রীমঙ্গলে প্রেমিকের হাতে প্রেমিকা খুন, ৪ দিন পরে গ্রেফতার প্রেমিক মৌলভীবাজারে তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস প্রমিতা দেবের মেধা ও সংগ্রামের জয়; পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বিএফআইইউ

জাতির অস্তিত্বের প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা

জাতির অস্তিত্বের প্রশ্নে রাজনৈতিক মতাদর্শ পাশ কাটিয়ে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি, তারা সেটি মুছে ফেলার চেষ্টা করছে এবং এ প্রচেষ্টা বিদেশ থেকেও চলছে।

আজ বুধবার (০৪ ডিসেম্বর) বিকালে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, তা অনেকের পছন্দ হচ্ছে না। এই স্বাধীনতা এবং পরিবর্তন রোধে নানা ধরনের চেষ্টা চলছে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “৫ আগস্টের পর থেকে আমাদের স্বাধীনতার গৌরবকে মুছে ফেলার চেষ্টা অব্যাহত রয়েছে। যাদের এই বিজয়ের অভ্যুত্থান পছন্দ হয়নি, তারা নতুনভাবে পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চায়। একে আড়াল করে নতুন কল্পকাহিনি তৈরি করা হচ্ছে, যা শুধু দেশেই নয়, বিশ্বের বিশেষ বিশেষ বড় দেশগুলোর মধ্যে ছড়িয়ে পড়েছে।”

তিনি বলেন, “এই অবস্থা আমাদের জাতি হিসেবে অস্তিত্বের প্রশ্নে দাঁড় করিয়ে দিয়েছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত, স্বাধীনতার মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ তৈরি করেছি, তা যেন তারা মুছে ফেলতে না পারে।”

ড. ইউনূস আরও বলেন, “তাদের শক্তি এত বেশি যে তারা অর্থ, আয়োজন এবং মানুষের প্রলুব্ধকরণের মাধ্যমে অনেককেই বিভ্রান্ত করতে পারছে। তাদের প্রচারের সামনে অনেকেই সন্দিহান হয়ে পড়েছেন। তবে আমাদের সবাইকে একজোট হতে হবে এবং বাস্তব পরিস্থিতি প্রতিষ্ঠিত করতে হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে অংশগ্রহণকারীরা সাম্প্রতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

প্রধান উপদেষ্টা আরও জানান, তিনি আগামী বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এ বৈঠকগুলোর উদ্দেশ্য ছিল জাতীয় ঐক্য গড়ে তোলা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সব দলের একত্রিত হয়ে কাজ করা।

জনপ্রিয় সংবাদ

বাজিতপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান রকিবুল ইসলাম শিবলী আটক

যশোরের মনিরামপুর উপজেলায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ সময়ের নির্বাহী সম্পাদকের জন্মদিনে শুভেচ্ছা

IRIDP-3 প্রকল্পে সহকারী প্রকৌশলী মো: জাকির হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

এলজিইডি সংশ্লিষ্ট কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।গোপাল কৃষ্ণ দেবনাথ,প্রধান প্রকৌশলী রুটিন দায়িত্ব ,এলজিইডি

জাতির অস্তিত্বের প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৮:৫১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

জাতির অস্তিত্বের প্রশ্নে রাজনৈতিক মতাদর্শ পাশ কাটিয়ে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি, তারা সেটি মুছে ফেলার চেষ্টা করছে এবং এ প্রচেষ্টা বিদেশ থেকেও চলছে।

আজ বুধবার (০৪ ডিসেম্বর) বিকালে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, তা অনেকের পছন্দ হচ্ছে না। এই স্বাধীনতা এবং পরিবর্তন রোধে নানা ধরনের চেষ্টা চলছে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “৫ আগস্টের পর থেকে আমাদের স্বাধীনতার গৌরবকে মুছে ফেলার চেষ্টা অব্যাহত রয়েছে। যাদের এই বিজয়ের অভ্যুত্থান পছন্দ হয়নি, তারা নতুনভাবে পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চায়। একে আড়াল করে নতুন কল্পকাহিনি তৈরি করা হচ্ছে, যা শুধু দেশেই নয়, বিশ্বের বিশেষ বিশেষ বড় দেশগুলোর মধ্যে ছড়িয়ে পড়েছে।”

তিনি বলেন, “এই অবস্থা আমাদের জাতি হিসেবে অস্তিত্বের প্রশ্নে দাঁড় করিয়ে দিয়েছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত, স্বাধীনতার মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ তৈরি করেছি, তা যেন তারা মুছে ফেলতে না পারে।”

ড. ইউনূস আরও বলেন, “তাদের শক্তি এত বেশি যে তারা অর্থ, আয়োজন এবং মানুষের প্রলুব্ধকরণের মাধ্যমে অনেককেই বিভ্রান্ত করতে পারছে। তাদের প্রচারের সামনে অনেকেই সন্দিহান হয়ে পড়েছেন। তবে আমাদের সবাইকে একজোট হতে হবে এবং বাস্তব পরিস্থিতি প্রতিষ্ঠিত করতে হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে অংশগ্রহণকারীরা সাম্প্রতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

প্রধান উপদেষ্টা আরও জানান, তিনি আগামী বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এ বৈঠকগুলোর উদ্দেশ্য ছিল জাতীয় ঐক্য গড়ে তোলা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সব দলের একত্রিত হয়ে কাজ করা।