বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৯০ শতাংশ। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ শুধুমাত্র ইলিশ মাছ ভারতকে রপ্তানি করে, কিন্তু ভারত সব ধরনের পণ্য বাংলাদেশে পাঠায়। এই পরিস্থিতিতে ভিসা ও এলসি বন্ধ হলে ভারতীয় দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব হবে না।
গয়েশ্বর চন্দ্র রায় সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন। সভাটি আয়োজন করে মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি।
তিনি আরও বলেন, “আমরা সকল দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চাই, কিন্তু কোন প্রভুত্ব নয়। ভারতকে বুঝতে হবে, যদি তারা বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝে, তবে সম্পর্ক মুখোমুখি হতে পারে।”
তিনি উদাহরণ হিসেবে ভারতীয় সম্পর্কের ক্ষেত্রে নেপাল, মালদ্বীপ, ভুটান এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি উল্লেখ করেন এবং সতর্ক করেন, “ভারত যদি দক্ষিণ এশিয়ায় সকল দেশের সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলে, তাহলে তাদের অবস্থান কঠিন হবে।”
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, “সংস্কারের শেষ নেই, তবে আসল কথা হচ্ছে, নির্বাচন নিয়ে কেউ সঠিক কথা বলছে না।” তিনি জানিয়ে দেন, অন্তর্বর্তী সরকারে যারা কাজ করছেন, তারা যদি মনে করেন, তারা একাই সব কিছু করতে পারেন, তবে জাতীয় ঐক্য ধরে রাখা সম্ভব হবে না। জাতীয় ঐক্য শুধু একটি সুষ্ঠু নির্বাচন মাধ্যমে সম্ভব, যেখানে জনগণের মতামত প্রকাশিত হবে।