গত রোববার (৮ ডিসেম্বর) ইস্ট লন্ডনের ইম্প্রেসন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশের দর্শকসারিতে উপস্থিত ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা। তাদের মধ্যে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, এবং সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার বিশেষভাবে উল্লেখযোগ্য।
এটি ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর লন্ডনে অনুষ্ঠিত প্রথম প্রকাশ্য সমাবেশ, যেখানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা দলের এই শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে তাদের উপস্থিতি সরকার পতনের পর প্রকাশ্যে প্রথমবারের মতো ঘটে, যেটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
আব্দুর রহমান ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য, শফিকুর রহমান চৌধুরী সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য, এবং হাবিবুর রহমান হাবিব সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য হিসেবে পরিচিত। সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার গত ৫ জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে এ সময় দেশে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে দেশ ছেড়ে পালানোর।