ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ব্যক্তিগত প্রয়োজনে কর্মস্থল ত্যাগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে: আব্দুর রশীদ মিয়া ঢাকা ওয়াসার কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে ইফতার মাহফিল বোয়ালখালী শাকপুরা প্রবর্ত্তক পাইলট কন্যা বিদ্যাপীঠের এডহক কমিটির সভাপতি হলেন পেয়ার মোহাম্মদ কুশুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিপুরী ললিতকলায় ৭ দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষণের উদ্বোধন জয়পুরহাটে ছাত্রদল নেতা ছুরিকাঘাতে জখম শিবগঞ্জে ২ ইটভাটা বন্ধ ঘোষণা, দেড় লাখ টাকা অর্থদন্ড নীলফামারীতে ১৫ মার্চ ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বাংলাদেশে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার কখনো ফিরে আসার সুযোগ নেই: আমানউল্লাহ আমান শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঁচ সফল প্রতিবন্ধী নারীকে সম্মাননা প্রদান রাজশাহীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার রায়পুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬

শ্রীমঙ্গলে সাংবাদিক আব্দুস শুকুরের উপর শ্রমিক লীগ নেতা ও তার পরিবারের সন্ত্রাসী হামলা

স্কুলের দ্বিতীয় শ্রেণীর দুই শিশুর মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে চ্যানেল এস ও প্রতিদিনের সংবাদ পত্রিকার স্থানীয় প্রতিনিধি সাংবাদিক আব্দুস শুকুর এর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১ টায় শহরের কলেজ রোডের দি বাডস রেসিডেন্সি মডেল স্কুল এন্ড কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় শহরের শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা আব্দুস শুকুর বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের ভানু হাজরার ছেলে রাহুল হাজরা (৩০), মেঘনাথ হাজরা (৪০), শ্রমিক লীগ নেতা প্রেম সাগর হাজরা (৪৫), কাজল হাজরা (২৭) এবং একই এলাকার জনৈক অজয় হাজরা (২৮)।

এতে বলা হয়, সাংবাদিক আব্দুস শুকুর তার পুত্র ইয়াছিন আরাফাত সিয়াম (৯) ও অভিযুক্ত প্রেম সাগর হাজরার ছেলে পিথিরাজ হাজরা (৯) ওই স্কুলের ২য় শ্রেণীর ছাত্র। স্কুলে খেলাধুলার সময় দুই শিশুর মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে সাগর হাজরার পুত্র সামান্য আঘাত পায়। স্কুলের প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর আলম তাৎক্ষণিকভাবে উভয় শিশুর অভিভাবককে স্কুলে ডেকে বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করে নিতে পরামর্শ দেন। পরবর্তীতে বেলা ১টার দিকে স্কুল থেকে সাংবাদিক আব্দুস শুকুর পুত্র সিয়ামকে নিয়ে বাড়ি ফেরার পথে স্কুল গেটে এলে অভিযুক্তরা তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও পরে এলোপাতাড়ি মারপিট করে। পরে তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

আব্দুস শুকুর জানান, ‘অভিযুক্তরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সাগর হাজরা উপজেলা শ্রমিক লীগের নেতা। বিগত আওয়ামী সরকারের সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে ভাড়াউড়া, জাগছড়া, কালিঘাট চা কারখানার চা পাতা চুরি ডাকাতি করাই তাদের পেশা ছিল। চা কারখানার জমি দখলে বাধা দেয়ায় গত ২ বছর পুর্বে এই সন্ত্রাসীরা আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে ভাড়াউড়া চা বাগানের এক ব্যবস্থাপককে নাচঘরের পিলারের সাথে বেঁধে নির্যাতন করে। আলোচিত সেই ঘটনায় তারা দীর্ঘদিন জেল খাটে। ভাড়াউড়া চা বাগানের স্টাফ, পাহারাদারসহ অনেক মানুষকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে যা শ্রীমঙ্গলের সকলের জানা আছে।

তিনি আরো বলেন, দুই বাচ্চার মারামারির ঘটনায় তিনি অনুতপ্ত হন প্রিন্সিপালের রুমে’ তারপরেও আমার উপর নির্মমভাবে অতর্কিত হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নিজের নিরাপত্তার জন্য তিনি থানায় অভিযোগ করেছেন বলেও জানান।

যোগাযোগ করা হলে প্রেম সাগর হাজরা বলেন, সাংবাদিক শুকুরের উপর কারা হামলা করেছে তা তিনি জানেন না। তবে ঘটনায় তার শিশু পুত্রের মাথায় গুরুত্বর জখম হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, দুই শিশুর মধ্যে সামান্য ঝগড়াকে কেন্দ্র করে সাংবাদিক আব্দুস শুকুর তার উপর হামলার বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ব্যক্তিগত প্রয়োজনে কর্মস্থল ত্যাগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে: আব্দুর রশীদ মিয়া

Verified by MonsterInsights

শ্রীমঙ্গলে সাংবাদিক আব্দুস শুকুরের উপর শ্রমিক লীগ নেতা ও তার পরিবারের সন্ত্রাসী হামলা

আপডেট সময় ১০:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

স্কুলের দ্বিতীয় শ্রেণীর দুই শিশুর মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে চ্যানেল এস ও প্রতিদিনের সংবাদ পত্রিকার স্থানীয় প্রতিনিধি সাংবাদিক আব্দুস শুকুর এর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১ টায় শহরের কলেজ রোডের দি বাডস রেসিডেন্সি মডেল স্কুল এন্ড কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় শহরের শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা আব্দুস শুকুর বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের ভানু হাজরার ছেলে রাহুল হাজরা (৩০), মেঘনাথ হাজরা (৪০), শ্রমিক লীগ নেতা প্রেম সাগর হাজরা (৪৫), কাজল হাজরা (২৭) এবং একই এলাকার জনৈক অজয় হাজরা (২৮)।

এতে বলা হয়, সাংবাদিক আব্দুস শুকুর তার পুত্র ইয়াছিন আরাফাত সিয়াম (৯) ও অভিযুক্ত প্রেম সাগর হাজরার ছেলে পিথিরাজ হাজরা (৯) ওই স্কুলের ২য় শ্রেণীর ছাত্র। স্কুলে খেলাধুলার সময় দুই শিশুর মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে সাগর হাজরার পুত্র সামান্য আঘাত পায়। স্কুলের প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর আলম তাৎক্ষণিকভাবে উভয় শিশুর অভিভাবককে স্কুলে ডেকে বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করে নিতে পরামর্শ দেন। পরবর্তীতে বেলা ১টার দিকে স্কুল থেকে সাংবাদিক আব্দুস শুকুর পুত্র সিয়ামকে নিয়ে বাড়ি ফেরার পথে স্কুল গেটে এলে অভিযুক্তরা তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও পরে এলোপাতাড়ি মারপিট করে। পরে তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

আব্দুস শুকুর জানান, ‘অভিযুক্তরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সাগর হাজরা উপজেলা শ্রমিক লীগের নেতা। বিগত আওয়ামী সরকারের সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে ভাড়াউড়া, জাগছড়া, কালিঘাট চা কারখানার চা পাতা চুরি ডাকাতি করাই তাদের পেশা ছিল। চা কারখানার জমি দখলে বাধা দেয়ায় গত ২ বছর পুর্বে এই সন্ত্রাসীরা আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে ভাড়াউড়া চা বাগানের এক ব্যবস্থাপককে নাচঘরের পিলারের সাথে বেঁধে নির্যাতন করে। আলোচিত সেই ঘটনায় তারা দীর্ঘদিন জেল খাটে। ভাড়াউড়া চা বাগানের স্টাফ, পাহারাদারসহ অনেক মানুষকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে যা শ্রীমঙ্গলের সকলের জানা আছে।

তিনি আরো বলেন, দুই বাচ্চার মারামারির ঘটনায় তিনি অনুতপ্ত হন প্রিন্সিপালের রুমে’ তারপরেও আমার উপর নির্মমভাবে অতর্কিত হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নিজের নিরাপত্তার জন্য তিনি থানায় অভিযোগ করেছেন বলেও জানান।

যোগাযোগ করা হলে প্রেম সাগর হাজরা বলেন, সাংবাদিক শুকুরের উপর কারা হামলা করেছে তা তিনি জানেন না। তবে ঘটনায় তার শিশু পুত্রের মাথায় গুরুত্বর জখম হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, দুই শিশুর মধ্যে সামান্য ঝগড়াকে কেন্দ্র করে সাংবাদিক আব্দুস শুকুর তার উপর হামলার বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।