মৌলভীবাজার শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জেলা পরিষদের অভ্যন্তরে নির্মিত শেখ মুজিবুর রহমানের দু’টি পৃথক ম্যুরাল ভাংচুর করেছেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ছাত্র-জনতা লোহার পাইপ, হাতুড়ি ও শাবল দিয়ে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলেন। পরে জেলা পরিষদ নির্মিত মুজিবের আরেকটি ম্যুরালও ভাংচুর করা হয়।
এ সময় সেখানে অংশ নেয়া শিক্ষার্থীরা স্বৈরাচার বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। মূলত ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে দেশব্যাপী চলমান প্রতিবাদের মাঝে মৌলভীবাজার শহরে শিক্ষার্থীদের কর্মসূচি থেকে শেখ মুজিবের পৃথক দু’টি ম্যুরাল ভাঙা হয়।
শিক্ষার্থীরা বলেন, গণহত্যার সাথে জড়িত ফ্যাসিস্ট ও পতিত আওয়ামী লীগের কোনো স্মৃতিচিহ্ন বাংলার মাটিতে থাকতে পারে না। এদেশে স্বৈরাচার হাসিনা পরিবারতন্ত্র কায়েম করতে চেয়েছিল। তাই দেশের বড় বড় স্থাপনায় নিজের পরিবারের নাম জোড়ে দিয়েছিলেন। আজ বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট শেখ মুজিবের ম্যুরাল ভাঙার মাধ্যমে মুজিববাদের কবর রচিত হল।