কিশোরগঞ্জের বাজিতপুরে আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় ভয় পেয়ে তার স্ত্রী আকলিমা বেগম (৬৭) স্ট্রোক করে মারা গেছেন বলে জানা গেছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
শাহজাহানের ছোট ভাই অ্যাডভোকেট আরকান মিয়া জানান, “ভাইয়ের বিরুদ্ধে কয়েকটি মামলা থাকায় তিনি বর্তমানে পলাতক। এর আগেও ৫ আগস্ট তাদের বাড়িতে আগুন ও লুটপাট চালানো হয়েছিল।”
তিনি বলেন, “রাত সাড়ে ৯টার দিকে একদল লোক বাড়িতে আগুন দেয়। তবে কাউকে চিনতে পারিনি। এ ঘটনায় ভয় পেয়ে ভাবী আকলিমা বেগম স্ট্রোক করেন। রাত ১১টার দিকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত করছে।