ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাতব্যাপী অভিযানে ৪৪ কেজি গাঁজা ও ১টি পিকআপ গাড়িসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মহানগরীর আকুয়া বাইপাস এলাকা থেকে বুধবার (২৬ মার্চ) ভোরে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. শাকিল মিয়া ও মোঃ রনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি চৌকস দল নগরীর আকুয়া বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৪ কেজি গাঁজা এবং গাঁজা বোঝাই ১টি পিকআপ গাড়ি ও গাঁজা বিক্রিতে ব্যবহৃত ১টি মোবাইলসহ আন্তঃজেলা মাদক বিক্রি ও পাচার চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের মলাই মিয়ার ছেলে মো. শাকিল মিয়া এবং একই জেলার আকসিনা পূর্বপাড়ার সেলিম মিয়ার ছেলে মো. রনি। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।