ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
চাঁপাইনবাবগঞ্জে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার বগুড়ায় করতোয়া নদীর ধারে মুখ ঝলসানো অর্ধগলিত লাশ পিরিজপুরে প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি: অভিযুক্ত বিএনপি নেতার ছেলে লালপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৩জন আহত বগুড়ায় ‘লাশ উত্তোলনের নামে’ প্রতারণা, তিন ভাই গ্রেপ্তার সিংড়ায় সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা সুনামগঞ্জের বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা শহরের কাছাকাছি স্থাপনের জন্য ৬দফা দাবিতে সংবাদ সম্মেলন পাংশায় বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা কাবিখা প্রকল্পে কাগজে কলমে উন্নয়ন, মাঠে দুর্নীতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থ্যালাসেমিয়া সচেতনতা সেমিনার ও ফ্রি স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ময়মনসিংহে স্পেশাল জজের বাসা চুরি। নগদ টাকা ও স্বর্ণালংকারসহ এক চোর গ্রেফতার ৩১ দফা বাস্তবায়নে প্রস্তুত বিএনপি: নীলফামারীতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং স্পেসএক্স, টেসলা ও এক্স এর মালিক ইলন মাস্ক।

স্পেসএক্সের প্রধান নির্বাহী ও শীর্ষ মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে তিনি আগামী ৯০ কর্মদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর আহ্বান জানিয়েছেন।

ড. ইউনূস ১৯ ফেব্রুয়ারি এক চিঠিতে ইলন মাস্ককে আমন্ত্রণ জানিয়ে বলেন, তার সফরের মাধ্যমে বাংলাদেশের তরুণ-তরুণীরা সরাসরি এই অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা গ্রহণ করতে পারবে। চিঠিতে তিনি বলেন, “একসাথে কাজ করে আমাদের পারস্পরিক ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করি।”

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, স্টারলিংক সেবা বাংলাদেশের অবকাঠামোতে যুক্ত হলে তা দেশের উদ্যোক্তা যুবসমাজ, প্রান্তিক জনগোষ্ঠী এবং বিশেষ করে গ্রামীণ নারীদের জন্য বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। তিনি আশা প্রকাশ করেন, স্টারলিংক সেবা চালু হলে দেশের ডিজিটাল খাতের উন্নয়নে নতুন একটি দিগন্ত উন্মোচিত হবে।

উল্লেখ্য, স্টারলিংক হচ্ছে স্পেসএক্সের একটি স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা, যা বিশ্বের দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সংযোগ সরবরাহের লক্ষ্যে কাজ করছে। এটি লো-আর্থ অরবিটে (এলইও) হাজার হাজার ক্ষুদ্র স্যাটেলাইট স্থাপন করে ইন্টারনেট কাভারেজ নিশ্চিত করার উদ্দেশ্যে কাজ করছে।

এর আগে, ১৩ ফেব্রুয়ারি ড. ইউনূস ও ইলন মাস্কের মধ্যে এক টেলিফোন আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে তারা স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর বিষয়ে অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

ড. ইউনূস তার বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে মাস্কের প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দায়িত্ব দিয়েছেন, যাতে আগামী ৯০ কর্মদিবসের মধ্যে স্টারলিংক সেবা বাংলাদেশে চালু করা সম্ভব হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার

Verified by MonsterInsights

ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৬:২৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

স্পেসএক্সের প্রধান নির্বাহী ও শীর্ষ মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে তিনি আগামী ৯০ কর্মদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর আহ্বান জানিয়েছেন।

ড. ইউনূস ১৯ ফেব্রুয়ারি এক চিঠিতে ইলন মাস্ককে আমন্ত্রণ জানিয়ে বলেন, তার সফরের মাধ্যমে বাংলাদেশের তরুণ-তরুণীরা সরাসরি এই অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা গ্রহণ করতে পারবে। চিঠিতে তিনি বলেন, “একসাথে কাজ করে আমাদের পারস্পরিক ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করি।”

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, স্টারলিংক সেবা বাংলাদেশের অবকাঠামোতে যুক্ত হলে তা দেশের উদ্যোক্তা যুবসমাজ, প্রান্তিক জনগোষ্ঠী এবং বিশেষ করে গ্রামীণ নারীদের জন্য বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। তিনি আশা প্রকাশ করেন, স্টারলিংক সেবা চালু হলে দেশের ডিজিটাল খাতের উন্নয়নে নতুন একটি দিগন্ত উন্মোচিত হবে।

উল্লেখ্য, স্টারলিংক হচ্ছে স্পেসএক্সের একটি স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা, যা বিশ্বের দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সংযোগ সরবরাহের লক্ষ্যে কাজ করছে। এটি লো-আর্থ অরবিটে (এলইও) হাজার হাজার ক্ষুদ্র স্যাটেলাইট স্থাপন করে ইন্টারনেট কাভারেজ নিশ্চিত করার উদ্দেশ্যে কাজ করছে।

এর আগে, ১৩ ফেব্রুয়ারি ড. ইউনূস ও ইলন মাস্কের মধ্যে এক টেলিফোন আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে তারা স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর বিষয়ে অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

ড. ইউনূস তার বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে মাস্কের প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দায়িত্ব দিয়েছেন, যাতে আগামী ৯০ কর্মদিবসের মধ্যে স্টারলিংক সেবা বাংলাদেশে চালু করা সম্ভব হয়।