বরিশালের বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইসরাত জাহান হাসি (৩৮) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (০১ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজকর গ্রামের মো. রহমান মিয়ার স্ত্রী মোসা. ইসরাত জাহান হাসি এর সাথে একই বাড়ির মো. আবুল হোসেন এর স্ত্রী মোসা. শাহনাজ পারভিন (৫৬) এর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে শাহনাজ পারভিনের ছেলে আল আমিন, হোসেন ইসরাত জাহান হাসির উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার সাথে মোসা. চম্পা বেগম, মোসা. আয়েশা বেগম ঐক্যবদ্ধ হয়ে ইসরাত জাহান হাসিকে এলোপাতাড়ি মারধর করে।
এতে ইসরাত জাহান হাসির শরীরের বিভিন্ন স্থানে নিলা-ফুলা জখম হয়। এছাড়াও হামলাকারীরা ইসরাত জাহান হাসির সাথে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এদিকে ইসরাত জাহান হাসির ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে হাসিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
এ ঘটনায় হামলার স্বীকার ইসরাত জাহান হাসি ওই রাতেই বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ শেখ মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।