কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, স্থানীয় বিএনপি নেতা মো. বাদল মিয়ার ছেলে নাঈম মিয়া (২১) প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবি করেন এবং তা না দেওয়ায় দেশীয় অস্ত্র হাতে নিয়ে হত্যার হুমকি দেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে নাঈমকে দেশীয় অস্ত্রসহ দেখা যায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই প্রবাসীর দশ বছর বয়সী কন্যা লামিয়াকেও হুমকি দিয়ে আসছে নাঈম। “পেলে মেরে ফেলবে”—এমন ভয়ংকর হুমকিতে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে পুরো পরিবার।
এ বিষয়ে অভিযুক্ত নাঈমের বাবা মো. বাদল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “পুর্ব শত্রুতার জেরে মিথ্যা অভিযোগ আনা হয়েছে আমার ছেলের বিরুদ্ধে।”
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ জানান, “আমরা অভিযোগ পেয়েছি, ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।