বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলেও এক্স (পূর্বে টুইটার) সম্প্রতি নানা কারণে আলোচনা ও সমালোচনায় এসেছে।
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের মালিকানাধীন এক্স এখন নতুন এক চমকপ্রদ ঘোষণা দিতে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে ই-মেইল পরিষেবা চালু করতে যাচ্ছেন, যার নাম হতে পারে ‘এক্স মেইল’।
এ বছর ফেব্রুয়ারিতে ইলন মাস্ক এক্স মেইল নিয়ে একটি মন্তব্য করেছিলেন, যেখানে তিনি জানিয়েছিলেন, এটি শীঘ্রই আসছে। এরপর থেকে এক্স মেইল নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। এক্সের ব্যবহারকারী সম্প্রতি ব্লুস্কাইয়ে চলে যাওয়ার পর মাস্কের নতুন উদ্যোগকে অনেকেই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। বিশেষ করে, আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি ও এক্সের ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়ার পর, ইলন মাস্কের নতুন পদক্ষেপ বিশেষভাবে নজর কেড়েছে।
বিশ্বের ই-মেইল মার্কেটের বড় অংশই বর্তমানে অ্যাপলের দখলে রয়েছে, যার পরিমাণ ৫৩ শতাংশ। অন্যদিকে, গুগলের জি-মেইল মার্কেট শেয়ার ৩০-৩১ শতাংশ। আউটলুক ও ইয়াহু মেইলও রয়েছে এই বাজারে। তবে, ইলন মাস্ক এক্স মেইলকে জি-মেইলের মূল প্রতিপক্ষ হিসেবে তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছেন। তিনি এক্সকে একটি মাল্টিফাংশনাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন, যেখানে সোশ্যাল মিডিয়া, শপিং, পেমেন্ট এবং ই-মেইল সবই থাকবে।
এখন দেখার বিষয় হলো, এক্স মেইল কতটুকু জনপ্রিয়তা পেতে পারে এবং এটি গুগল বা অ্যাপলের ই-মেইল পরিষেবার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে পারে কিনা।