‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞানমেলা ২০২৫ এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা।
গতকাল সকাল ১০টা থেকে ২ দিনব্যাপী বিজ্ঞানমেলা দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হচ্ছে। মেলার তত্ত্বাবধানে: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। পৃষ্ঠপোষকতায়: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
জানা গেছে, এই মেলায় ১৯টি মাধ্যমিক স্কুল ও কলেজসহ দৌলতপুর থানা, প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যুব উন্নয়ন অধিদপ্তরসহ ৩০টিরও অধিক স্টল অংশগ্রহণ করছে।
বিজ্ঞান মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী আফ্রিদা আসাদ, বিবিসি কলেজের অধ্যক্ষ মো. রোকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা মেহরুবা পাল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার এমদাদুর রহমান তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম, শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের সামনে এডিস মশা নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসানুল আলমের সহধর্মিণী আফ্রিদা আসাদ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলম বলেন, এবার ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞানমেলা ২০২৫ এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় ৩০টিরও অধিক স্টল থাকবে। এবার বিজ্ঞান মেলার পাশাপাশি আমরা অনেক কিছু সংযুক্ত করেছি এর মধ্যে হস্তশিল্প, পিঠা উৎসবসহ অনেক কিছুর স্থান পাচ্ছে এবং উৎসবমুখর পরিবেশে সকল প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং স্টলের জয়ী প্রতিযোগী অংশগ্রহণকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র বিতরণ।