ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুর রহমান আজাদ ও তার পরিবারের উপর ডাকাতদের হামলার ঘটনা ঘটেছে। ডাকাতরা আজাদের বাড়িতে প্রবেশ করে তাকে এবং তার স্ত্রী ও মাকে গুরুতর আহত করে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে আশুলিয়ার জিরাবোতে এ ঘটনাটি ঘটে।
ঘটনার বিস্তারিত জানিয়ে অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান বলেন, ডাকাতরা আজাদের বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় বাসার সদস্যরা শব্দ শুনে রান্নাঘরে এলে ডাকাতরা হামলা চালায়। আজাদের স্ত্রীর মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতর আঘাত লাগে। ডাকাতরা চলে যাওয়ার সময় আজাদের পায়ে তিনটি গুলি করে।
আহত অবস্থায় আজাদ, তার স্ত্রী ও মাকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আজাদের জ্ঞান ফিরেছে এবং তার চিকিৎসা চলছে। তবে তার স্ত্রী ও মায়ের অবস্থা এখনও আশঙ্কাজনক।
পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালালেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, ডাকাতদের ধরতে অভিযান চলছে।