বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ দিয়ে মিডিয়া জগতে পা রাখা অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান, দীর্ঘ ক্যারিয়ারে নিজেকে প্রমাণ করেছেন। তিনি বেশ কিছু নাটকে অভিনয় করলেও কখনো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় আসেননি। তবে এবারের ভালোবাসা দিবসে একাধিক নাটকে অভিনয় এবং নিজের ক্লথিং ব্র্যান্ডের শুটিংয়ের জন্য তিনি খবরের শিরোনামে এসেছেন।
এ বছরের ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে প্রিয়াঙ্কার অভিনীত নাটক ‘বিয়ে বাড়ির গল্প’ মুক্তি পেয়েছে অভি ফিল্মসের ইউটিউব চ্যানেলে। বকুল আহমেদ পরিচালিত এই নাটকে তার পাশাপাশি অভিনয় করেছেন অভি জাহেদ, শাহন আশ্রফ, লিজা ডিম্পলসহ আরো অনেকে। নাটকটি একটি স্যাড রোমান্টিক ঘরানার, যেখানে প্রেম, বিরহ এবং ভুল বোঝাবুঝির মাঝে গল্পটি আবর্তিত হয়েছে। নাটকে, এক যুগল প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকে, তবে মেয়েটির অহংকারী বাবা ষড়যন্ত্র করে ছেলেটিকে দূরে সরিয়ে দেয়। পরবর্তীতে এক বিয়ে বাড়িতে প্রেমিক-প্রেমিকার পুনর্মিলন হলেও, পুরনো স্মৃতির কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, যা নাটকের গল্পের মোড় ঘুরিয়ে দেয়।
প্রিয়াঙ্কা জামান জানালেন, গাজীপুরে অনেক মজা করে শুটিং করেছেন এবং দীর্ঘ ৩ বছর পর অভি জাহেদের সঙ্গে অভিনয় করেছেন। এর আগে তারা একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেছিলেন। একই দিনে ‘বিয়ে বাড়ির গল্প’ নাটকের পাশাপাশি আরও একটি নাটক ‘এতিম বউ’ও মুক্তি পেয়েছে, যা পরিচালনা করেছেন বকুল আহমেদ।
এছাড়া, প্রিয়াঙ্কা জানান, এবছর বৈশাখী টেলিভিশনে তার অভিনীত দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ভাইরাল গ্রাম’ আসতে চলেছে। নাটকটি পরিচালনা করেছেন মারুফ আহমেদ খান রিজভী এবং ফজলুল হক, আর রচনা করেছেন আল-আমিন স্বপন। তবে নাটকটির মুক্তির তারিখ এখনও নিশ্চিত হয়নি।
ভালোবাসা দিবসে তার ক্লথিং ব্র্যান্ড ‘কিউট অ্যান্ড ক্লাসি’র প্রোমোশন শুটিং নিয়েও ব্যস্ত সময় পাড় করছেন প্রিয়াঙ্কা। একঝাঁক তরুণী নিয়ে তিনি নতুন শুটিংয়ে অংশ নিচ্ছেন।
প্রিয়াঙ্কা জামান, যিনি জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলের বিপরীতে ‘প্রেস্টিজ’ ও ‘হৃদয় ঘটিত’ নাটকে অভিনয় করেছিলেন, সেগুলোর মাধ্যমে বেশ প্রশংসা অর্জন করেন।