ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ সন্ত্রাসী হামলা বিএনপিতে কোনো বেয়াদবের জায়গা থাকবে না: হীরা মানুষের কাজ করতে হবে হৃদয় উজার করে: মহসিন মিয়া মধু পাবনা জেল সুপারের মানবিকতায় কারাগার থেকে নিজ দেশে ফিরে গেলেন নেপালী যুবক পাবনায় শিশু ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন: পিআইও আবুল কালাম আজাদ ও স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের মামলা মির্জাপুরে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার রমজানে ৫০০ জন রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছে “মানুষের পাশে আমরা, যশোর” বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মাদকসহ আটক ১০ বিবেকের জাগরণ: কখন আসবে আমাদের চেতনার আলো? রাজশাহীতে চিকিৎসকদের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা বদলগাছীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

আসছে ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ এর চূড়ান্ত সিজন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

দ্য হ্যান্ডমেইডস টেল

বহুল প্রতীক্ষিত জনপ্রিয় ড্রামা সিরিজ ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ এর চূড়ান্ত সিজন অবশেষে মুক্তি পেতে চলেছে। চলতি বছর ৮ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে সিরিজটির শেষ সিজনের প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। প্রথম দিনে তিনটি পর্ব একসঙ্গে প্রকাশ পাবে, এরপর প্রতি সপ্তাহে একটি করে এপিসোড আসবে এবং ২৭ মে সিরিজটির শেষ পর্ব স্ট্রিমিং হবে।

সিরিজটির টিজার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, যা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। টিজারে জুন (এলিজাবেথ মস) তার শক্তিশালী ভয়েসওভারে বলছেন, ‘ওরা বিশ্বাস করেছিল যে, এ পোশাকগুলো আমাদের শরীরে পরিয়ে দিয়ে তারা দুনিয়াকে জানিয়ে দেবে আমরা কারা। আমাদের চিহ্নিত করতে, ওরা আমাদের লাল পোশাক পরিয়েছে, যা রক্তের রং। কিন্তু ওরা ভুলে গিয়েছিল যে, এটা রাগেরও রং। সে পোশাকটাই আমাদের ইউনিফর্ম হয়ে গেল। আর আমরা হয়ে গেলাম একটা সেনা।’

টিজারের আরও কিছু চমকপ্রদ দৃশ্যে দেখা যায়, হ্যান্ডমেইডরা সারিবদ্ধভাবে হাঁটছে, গির্জার ভেতরে একে অন্যের হাতে নিখুঁত সমন্বয়ে সুইচব্লেড দিচ্ছে এবং একটি মানুষের দেহকে আগুনে পুড়িয়ে রাতের বেলায় তারা দৌড়ে পালাচ্ছে। এদিকে গল্পের চরিত্র সেরেনাকে তার শিশুকে কোলে নিয়ে বলতে শোনা যায়, ‘বড় কিছু ঘটতে যাচ্ছে।’ টিজারটি শেষ হয় জুনের সংলাপ দিয়ে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘যদিও আমরা মৃত্যু ছায়ার উপত্যকায় হাঁটি, তবুও আমরা কোনো অশুভকে ভয় করব না।’

এই সিজনে জুন আবারও তার অদম্য আত্মা এবং সংকল্প নিয়ে গিলিয়াডকে ধ্বংস করার লড়াইয়ে ফিরবে। পাশাপাশি লুক ও মোইরা যোগ দেবে সেই প্রতিরোধ আন্দোলনে এবং সেরেনা গিলিয়াডকে সংস্কার করার চেষ্টা করবে। কমান্ডার লরেন্স ও আন্ট লিডিয়া তাদের কাজের ফল নিয়ে মুখোমুখি হবে এ সিরিজে। এছাড়া গল্পের আরেক চরিত্র নিকের জন্য এ সিজনে আসবে এক কঠিন পরীক্ষা।

সিনেবিশ্লেষকরা মনে করছেন, ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ এর এই শেষ অধ্যায়টি ন্যায়বিচার, স্বাধীনতার জন্য আশাবাদ, সাহস, ঐক্য ও স্থিতিস্থাপকতার গুরুত্ব তুলে ধরবে।

২০১৭ সালে মুক্তি পাওয়া ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ দ্রুতই বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে এবং সমালোচকদের প্রশংসা কুড়ায়। এলিজাবেথ মস, ইভন স্ট্রাহোভস্কি, অ্যান ডাউড, জোসেফ ফিয়েনসসহ আরও অনেকে তাদের অনবদ্য অভিনয়ের মাধ্যমে এ সিরিজকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন। এবারের সিজন পরিচালনা করেছেন নির্মাতা এলিজাবেথ মস, যিনি ২০২১ ২৫ সাল পর্যন্ত সাতটি পর্ব পরিচালনা করেছেন।

দর্শকদের জন্য অপেক্ষার পালা শেষ হতে চলেছে। ৮ এপ্রিল হুলুতে শুরু হবে ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ এর চূড়ান্ত যাত্রা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ সন্ত্রাসী হামলা

Verified by MonsterInsights

আসছে ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ এর চূড়ান্ত সিজন

আপডেট সময় ০৯:৪১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

বহুল প্রতীক্ষিত জনপ্রিয় ড্রামা সিরিজ ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ এর চূড়ান্ত সিজন অবশেষে মুক্তি পেতে চলেছে। চলতি বছর ৮ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে সিরিজটির শেষ সিজনের প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। প্রথম দিনে তিনটি পর্ব একসঙ্গে প্রকাশ পাবে, এরপর প্রতি সপ্তাহে একটি করে এপিসোড আসবে এবং ২৭ মে সিরিজটির শেষ পর্ব স্ট্রিমিং হবে।

সিরিজটির টিজার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, যা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। টিজারে জুন (এলিজাবেথ মস) তার শক্তিশালী ভয়েসওভারে বলছেন, ‘ওরা বিশ্বাস করেছিল যে, এ পোশাকগুলো আমাদের শরীরে পরিয়ে দিয়ে তারা দুনিয়াকে জানিয়ে দেবে আমরা কারা। আমাদের চিহ্নিত করতে, ওরা আমাদের লাল পোশাক পরিয়েছে, যা রক্তের রং। কিন্তু ওরা ভুলে গিয়েছিল যে, এটা রাগেরও রং। সে পোশাকটাই আমাদের ইউনিফর্ম হয়ে গেল। আর আমরা হয়ে গেলাম একটা সেনা।’

টিজারের আরও কিছু চমকপ্রদ দৃশ্যে দেখা যায়, হ্যান্ডমেইডরা সারিবদ্ধভাবে হাঁটছে, গির্জার ভেতরে একে অন্যের হাতে নিখুঁত সমন্বয়ে সুইচব্লেড দিচ্ছে এবং একটি মানুষের দেহকে আগুনে পুড়িয়ে রাতের বেলায় তারা দৌড়ে পালাচ্ছে। এদিকে গল্পের চরিত্র সেরেনাকে তার শিশুকে কোলে নিয়ে বলতে শোনা যায়, ‘বড় কিছু ঘটতে যাচ্ছে।’ টিজারটি শেষ হয় জুনের সংলাপ দিয়ে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘যদিও আমরা মৃত্যু ছায়ার উপত্যকায় হাঁটি, তবুও আমরা কোনো অশুভকে ভয় করব না।’

এই সিজনে জুন আবারও তার অদম্য আত্মা এবং সংকল্প নিয়ে গিলিয়াডকে ধ্বংস করার লড়াইয়ে ফিরবে। পাশাপাশি লুক ও মোইরা যোগ দেবে সেই প্রতিরোধ আন্দোলনে এবং সেরেনা গিলিয়াডকে সংস্কার করার চেষ্টা করবে। কমান্ডার লরেন্স ও আন্ট লিডিয়া তাদের কাজের ফল নিয়ে মুখোমুখি হবে এ সিরিজে। এছাড়া গল্পের আরেক চরিত্র নিকের জন্য এ সিজনে আসবে এক কঠিন পরীক্ষা।

সিনেবিশ্লেষকরা মনে করছেন, ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ এর এই শেষ অধ্যায়টি ন্যায়বিচার, স্বাধীনতার জন্য আশাবাদ, সাহস, ঐক্য ও স্থিতিস্থাপকতার গুরুত্ব তুলে ধরবে।

২০১৭ সালে মুক্তি পাওয়া ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ দ্রুতই বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে এবং সমালোচকদের প্রশংসা কুড়ায়। এলিজাবেথ মস, ইভন স্ট্রাহোভস্কি, অ্যান ডাউড, জোসেফ ফিয়েনসসহ আরও অনেকে তাদের অনবদ্য অভিনয়ের মাধ্যমে এ সিরিজকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন। এবারের সিজন পরিচালনা করেছেন নির্মাতা এলিজাবেথ মস, যিনি ২০২১ ২৫ সাল পর্যন্ত সাতটি পর্ব পরিচালনা করেছেন।

দর্শকদের জন্য অপেক্ষার পালা শেষ হতে চলেছে। ৮ এপ্রিল হুলুতে শুরু হবে ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ এর চূড়ান্ত যাত্রা।