৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডে মাত্র ২৫ বছর বয়সে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। ‘আনোরা’ সিনেমায় তার অসাধারণ অভিনয়ের জন্য এই সম্মাননা অর্জন করেন তিনি।
‘আনোরা’ সিনেমার গল্পে দেখা যায়, কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়ে। এরপর তারা বিয়ে করে; কিন্তু সেই গ্যাংস্টার তাদের সম্পর্ক মেনে নেয় না। নিম্নবিত্ত মানুষের বাস্তবতা ও স্বপ্নের টানাপোড়েন নিয়ে নির্মিত এই সিনেমাটি গত বছর কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয় করে আলোচনায় আসে।
অস্কারের মঞ্চে পুরস্কার গ্রহণের সময় মাইকি ম্যাডিসন আবেগাপ্লুত হয়ে বলেন, “এই মুহূর্তটি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই চরিত্রটি আমাকে বদলে দিয়েছে। আমি কৃতজ্ঞ আমার পরিচালক ও সহশিল্পীদের প্রতি, যারা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছেন।”
এদিকে, ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়ান ব্রডি। ‘দ্য ব্রুটালিস্ট’ চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয়ের জন্য তিনি এই স্বীকৃতি পেয়েছেন।