ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি।
শনিবার (২২ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোসাইটির জেলা সভাপতি ইসলাম উদ্দিন দুলালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, অধ্যক্ষ শামসুজ্জামান আশরাফি, অধ্যক্ষ আব্দুল হক আজাদ, অ্যাডভোকেট মোজাম্মেল হক, শাহ মোহাম্মদ সেলিম হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা ওআইসি, জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এসব ঘটনার তীব্র নিন্দা জানান। পাশাপাশি বাংলাদেশে ইসরায়েলের সকল পণ্য বর্জনসহ এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।