বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত সিক্রেট ফুডে এই ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ক্লিনিক মালিকদের কাছে অনুরোধ করবো বাংলাদেশে গর্ভবতী নারীদের ১০০ জনের মধ্যে ৮০ ভাগের স্বাভাবিক প্রসব করানো সম্ভব। যদি বেশি জটিলতা দেখা দেয়, তবে সেক্ষেত্রে সিজার করা যেতে পারে। তবে সিজার করলে পরবর্তীতে নারীদের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা, ফায়ার সার্ভিস স্টেশন সাতক্ষীরার সহকারী পরিচালক সোহেল রানা, ডা. জয়ন্ত সরকার, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি ডা. মহিদার রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি কে. এম. মুজাহিদুল ইসলাম প্রিন্স, সহ-সভাপতি পুলক কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক শাহীনুর রহমান, প্রচার সম্পাদক সিটি এম. নাজমুল ইসলাম, সদস্য ডা. তনয় কৃষ্ণ পাল, আসাদুজ্জামান, ফজলুর রহমানসহ ন্যাশনাল হাসপাতালের হাফিজ, সিবি হাসপাতাল, নবজীবন, ডক্টরস ল্যাবসহ বিভিন্ন ক্লিনিকের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি আক্তারুজ্জামান মুকুল।