ঐতিহ্যবাহী মানিকগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে মঙ্গলবার (১৮ মার্চ) জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে সদস্য সচিব শাহানুর ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লাসহ জেলা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াছমিন খাতুনসহ জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, জজকোর্টের পিপি অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোকসেদুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস সালাম বাদল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খবিরুল আলম চৌধুরী, ড্যাবের সভাপতি ডা. বদরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সভাপতি এবিএম সামছুন্নবী তুলিপ, মানিকগঞ্জ প্রেস ক্লাবের কর্মকর্তাবৃন্দ, সদস্যবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ, জেলার সকল উপজেলা প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।