এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে চালানো হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, এসির ব্যবহার পরিমিত হলে বিদ্যুৎ সাশ্রয়ে সহায়ক হবে, বিশেষ করে গ্রীষ্মকালে যখন বিদ্যুতের চাহিদা বেড়ে যায়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।
ফাওজুল কবির খান বলেন, “বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম এসির ব্যবহারের বিষয়ে পর্যবেক্ষণ করবে। কোথাও নির্দেশনার ব্যত্যয় ঘটলে সে এলাকায় লোডশেডিং করা হবে।”
এ সময় তিনি আরও বলেন, “বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাওয়ায় বিদ্যুৎ ও জ্বালানির মূল্য পরিশোধে আমাদের বেগ পেতে হচ্ছে। এমন পরিস্থিতিতেও আমরা রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার সবরকম আয়োজন নিয়েছি।”
উপদেষ্টা ফাওজুল কবির জানান, শীতকালে বিদ্যুতের চাহিদা ৯ হাজার মেগাওয়াট হলেও গ্রীষ্মে তা ১৭-১৮ হাজার মেগাওয়াটে পৌঁছায়। সেচ এবং এসির ব্যবহারই এই চাহিদার মূল কারণ। সেচ খাদ্য উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট, তাই তা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তবে, এসির ব্যবহার পরিমিত হলে, বিদ্যুৎ সাশ্রয় সম্ভব।
তিনি উল্লেখ করেন, “ধর্ম উপদেষ্টাকে অনুরোধ করেছি, তিনি যেন প্রত্যেকটি মসজিদে তারাবির সময় এসি ২৫ ডিগ্রিতে ব্যবহারের নির্দেশনা দেন।” এছাড়া, সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিসেও এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
এছাড়া, এসি ব্যবহারের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণের জন্য বিদ্যুৎ বিভাগের একটি টিম কাজ করবে। ক্ষেত্রবিশেষে বিদ্যুৎ বিচ্ছিন্নও করা হতে পারে এবং এই সিদ্ধান্ত শহর বা গ্রাম দেখে নেওয়া হবে না, ঘোষণা দিয়েই লোডশেডিং করা হবে বলে জানিয়েছেন তিনি।