চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষকে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলি করা হয়।
আদেশ অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষকে নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি করা হল। বর্তমান কর্মস্থলের দায়িত্বভার আগামী ১২ মার্চের মধ্যে হস্তান্তর করতে হবে। অন্যথায় ১৩ মার্চ থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এ আদেশ জারি করা হল।