নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার (১১ মার্চ) শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন। সকাল থেকেই আলাদা মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা ‘তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’—এমন নানা স্লোগানে শাহবাগ এলাকা মুখরিত করে তোলেন।
তারা জানান, পূর্বঘোষিত শাহবাগ অবরোধ কর্মসূচি রমজানে জনগণের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে প্রত্যাহার করা হয়েছে। তবে বিকল্প হিসেবে সন্ধ্যা পর্যন্ত জাতীয় জাদুঘরের পাশে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এই কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এর মধ্যে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ সরকারি কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজসহ ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।