বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের নামে ঢাকার গুলশানে একটি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১১ মার্চ) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে সোমবার (১০ মার্চ) এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কেম্যান দ্বীপপুঞ্জসহ পাঁচটি দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ৬৩৫ কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জে হাসিনার পরিবারের সদস্যদের সম্পদ রয়েছে। ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা পাওয়া গেছে।
রাজউকের ৬০ কাঠা প্লট, যার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা, এটি শেখ হাসিনা ও তার পরিবারের নামে পাওয়া গেছে। এছাড়া ৮ কোটি ৮৫ লাখ টাকার মূল্যের ১০ শতাংশ জমিসহ ৮টি ফ্ল্যাটের খোঁজ মিলেছে।
টিউলিপ সিদ্দিক দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করেন এবং লেবার পার্টির একজন সংসদ সদস্য ছিলেন। তবে শেখ পরিবারের দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন।
বাংলাদেশে সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করে দুদক। একই সঙ্গে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে।
এর আগে দুদক গাজীপুরসহ ঢাকার আশপাশে টিউলিপ সিদ্দিকের আরও কিছু সম্পদের খোঁজ পেয়েছে। লন্ডনে তার নামে থাকা সম্পত্তির মধ্যে একটি ফ্ল্যাট উপহার হিসেবে পেয়েছিলেন, যা আওয়ামী লীগের এক ব্যবসায়ীর মাধ্যমে কেনা হয়েছিল। অভিযোগ রয়েছে, এই ফ্ল্যাটটি বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কেনা হয়েছিল।