নওগাঁর বদলগাছীতে “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষতি” প্রতিপ্রাদ্যকে সামনে রেখে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন ও বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসের সভাকক্ষে নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. সাবাব ফারহান, বদলগাছী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রেজাউল করিম, বদলগাছী মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসেন, বদলগাছী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুজর গিফারী, সাংবাদিক সংস্থা বদলগাছীর যুগ্ম সম্পাদক আবু রায়হান প্রমুখ।
সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি তার সমাপনি বক্তব্যে বলেন, “প্রতি মাসে একটি করে স্কুলে শিক্ষার্থীদের দুর্যোগ বিষয়ে সচেতনা বৃদ্ধির মাধ্যমে মানবসৃষ্ট দুর্যোগ প্রতিরোধে তাদের পারিবারিক সচেতনা বৃদ্ধির কর্মসূচি চালুর ব্যবস্থা করা হবে।”
আলোচনা শেষে কৃষি অফিসের সামনে মাঠে ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসারের নেতৃত্বে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনা বৃদ্ধির মহড়া প্রদর্শন করেন।