বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি মনে করেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এক বিশাল সুবিধা এনে দিয়েছে, যার ফলে দেশটি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিকভাবে আরো এগিয়ে যেতে পারে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘আমরা ভৌগোলিকভাবে এক অত্যন্ত সুবিধাজনক অবস্থানে আছি। যদি আমরা এই অবস্থানকে কাজে লাগাতে পারি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরও কার্যকরীভাবে কাজ করতে পারি, তবে আমাদের অর্থনৈতিক সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এই কারণে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।’’
উল্লেখযোগ্যভাবে, তিনি দেশের তরুণ সমাজকে উচ্চ প্রশংসা করে বলেন, ‘‘তরুণরা যদি সুযোগ পায়, তবে তারা বিশ্বের সামনে নতুন উদাহরণ স্থাপন করতে সক্ষম হবে।’’ এছাড়া তিনি দেশের সমস্যা নিয়ে আলোচনা করে বলেন, ‘‘দুর্নীতি দেশের সবচেয়ে বড় সমস্যা। এই দুর্নীতি আমাদের অগ্রগতি থামিয়ে দিয়েছে। নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’’
ড. ইউনূস আরও বলেন, ‘‘১৯৮৭ সালে আমি একটি সম্মেলনে অংশগ্রহণ করেছিলাম। তখন আমার প্রবন্ধের শিরোনাম ছিল ‘গ্রোয়িং আপ উইথ জায়ান্টস’। আমি সেখানে বাংলাদেশের সুবর্ণ সুযোগের কথা বলেছিলাম।’’ তিনি মনে করেন, নেপাল, ভুটান ও ভারতের ‘সেভেন সিস্টার’ অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন বাংলাদেশের জন্য এক বিশাল সুযোগ সৃষ্টি করবে।
বিশেষভাবে, জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণদের ভূমিকা ও অর্জনও তিনি প্রশংসা করেছেন এবং বলেছেন, ‘‘যা তারা করেছে, তা বিশ্বে বিরল এবং অনন্য।’’ তিনি বলেন, ‘‘তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হলে তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’’
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। দুর্নীতি মুক্ত দেশ গড়তে জনগণের মধ্যে বিশ্বাস তৈরি করা প্রয়োজন।’’
এই সম্মিলনে তিনি দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপের পাশাপাশি, জেলায় জেলায় প্রতিযোগিতা ও পুরস্কারের মাধ্যমে একটি কার্যকর ব্যবস্থা গড়ার পরামর্শ দেন।