নওগাঁর বদলগাছী উপজেলার ৮ ইউনিয়নে ৩ হাজার হেক্টর জমিতে সরিষা চাষাবাদের লক্ষ্যমাত্রা নিদ্ধারণ করা হলেও আলু চাষাবাদের প্রধান্য হওয়ায় (২৭৪০ হেক্টর) অথাৎ ৮ হাজার ২ শত ২০ বিঘা জমিতে সরিষা উৎপাদন অর্জিত হয়েছে বলে বদলগাছী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।
অফিস সূত্রে আরও জানা যায়, প্রতি বিঘা জমিতে ৬ থেকে ৭ মন হারে সরিষার ফলন হচ্ছে এবং বর্তমান বাজারে প্রতি মন সরিষা ৩ হাজার ৫ শত টাকা থেকে ৪ হাজার টাকায় বেচা কেনা করা হচ্ছে।
ঝাড়ঘরিয়া গ্রামের কৃষক আব্দুল কাদের, বকুলসহ কতিপয় কৃষকরা বলেন, ১ বিঘা জমিতে সরিষা উৎপাদনে এক থেকে দুই হাজার টাকা খরচ হয় এবং সরিষা চাষাবাদে ও মাড়ায়ে তেমন কোন টেনশন থাকে না জন্যই সরিষা চাষাবাদ করাও লাভজন। কারণ ১ বিঘা জমিতে ৬/৭ মন সরিষা ফলন হচ্ছে এবং এক বিঘা জমিতে ২১ হাজার টাকা থেকে ২৮ হাজার টাকা সরিষা কাটা মাড়াকালীন সময়েই বেচা কেনা করা হয়।
উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান কৃষি অফিস সূত্রে প্রাপ্ত তথ্যগুলি নিশ্চিত করেছেন।