বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে মামলা ও জরিমানা করার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা বাতিল করেছে সংস্থাটি।
রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) বিআরটিএ-এর পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছিল, সিএনজি অটোরিকশা চালকরা মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে ৫০ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিএনজিচালিত অটোরিকশা চালকরা রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে মামলা ও জরিমানা করার নির্দেশনার প্রতিবাদ জানান।
পত্রে আরো বলা হয়েছিল, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৩৫(৩) অনুযায়ী, কোনো সিএনজি চালক বা মালিক রুট পারমিট এলাকার মধ্যে নির্ধারিত ভাড়া ছাড়িয়ে অতিরিক্ত অর্থ আদায় করতে পারবেন না। আইন ভঙ্গ করলে চালককে ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে।
বর্তমানে, সরকার নির্ধারিত সিএনজির ভাড়া প্রথম দুই কিলোমিটার ৪০ টাকা এবং প্রতি কিলোমিটারের জন্য ১২ টাকা এবং ওয়েটিং বিল প্রতি মিনিটে দুই টাকা। যাত্রীদের অভিযোগ, অনেক সিএনজি চালক ১৫০ টাকার নিচে কোথাও যেতে রাজি হন না, যা বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া হিসেবে গণ্য হয়।
বিআরটিএ’র এই সিদ্ধান্তের বাতিলের পর সিএনজি চালকদের জন্য কোনো নতুন নির্দেশনা প্রকাশ করা হয়নি।