জেলা প্রশাসকদের সাথে অনুষ্ঠিত সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন যে, এখন থেকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত সম্মেলনে এ কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন ড. মুহাম্মদ ইউনূস। এবারের সম্মেলন ১৮ ফেব্রুয়ারি শেষ হবে। সম্মেলনে ৩৫৪টি প্রস্তাব পর্যালোচনা করা হবে, যা জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের কাছ থেকে আসা এক হাজার ২৪৫টি প্রস্তাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, সম্মেলনের আলোচ্য বিষয়গুলোতে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় সরকার কার্যক্রম এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়নসহ অন্যান্য বিষয় থাকবে। এছাড়া, বিভিন্ন সেবা ক্ষেত্রের উন্নয়নেও আলোচনা করা হবে।
এছাড়াও, প্রধান উপদেষ্টা সন্ধ্যায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাথে একত্রে নৈশভোজ করবেন। জেলা প্রশাসকদের সাথে এই সম্মেলন দেশের সার্বিক প্রশাসনিক কার্যক্রমের উন্নতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।