কিশোরগঞ্জের বাজিতপুরে মৎস্যজীবী দলের ইফতার মাহফিলে হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সরিষাপুর জুম্মাপুর এলাকায় উপজেলা মৎস্যজীবী দলের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাউসার হোসেন লিখিত বক্তব্যে জানান, গত ১৩ মার্চ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরারচর ইউনিয়ন মৎস্যজীবী দলের উদ্যোগে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তবে অনুষ্ঠানের সময় সরারচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহ সুমন ও উপজেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক এম আবুল খায়েরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা ইফতার মাহফিলে ভাংচুর চালিয়ে তিনটি মোবাইল ছিনিয়ে নেয় এবং সাতটি মোটরসাইকেল ও দুই শতাধিক চেয়ার ভেঙে ফেলে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহাম্মেদ মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রয়েল, সরারচর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি কাদির মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মৎস্যজীবী দলের নেতারা প্রশাসনের কাছে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।