খুলনার পাইকগাছায় শেখ কামরুল হাসান টিপুর ভাড়া বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে ৭ ঘর। ৪/৫ লক্ষ টাকা খতি হয়েছে বলে জানা গেছে। আগুন নিভানোর সহযোগিতায় প্রশংসায় ভাসছেন পাইকগাছা থানার ওসি সবজেল।
সোমবার (১০ মার্চ) বিকাল আনুমানিক ৪টায় পাইকগাছা থানার পাশে শেখ কামরুল হাসান টিপুর বাড়ি এবং সাথে ৭টি গোলের ঘরে দু’টি ভাড়াটিয়া চৈতন্য বৌ, মা ও বাচ্চা নিয়ে বহু বছর যাবত ভাড়া থাকেন এবং কবির সেও বৌ বাচ্চা নিয়ে ভাড়া থাকেন। ঘরে আগুন লাগার সময় ভাড়াটিয়া চৈতন্যর মা ঘরে অবস্থান করছিলেন। এমন সময় চৈতন্যর পুত্র চয়নকে উদ্ধার করতে গেলে আগুনে পুড়ে কিছুটা আহত হন চয়ন। আগুনে পুড়ে দু’টি পরিবারের ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারেররা জানান।
আগুন লাগার ব্যাপারে বাড়ির কেয়ারটেকার জানান, বিদ্যুতের মিটার থেকে আগুন লেগেছে। আগুন নিভানোর সময় থানার ওসির সহযোগিতায় শত শত লোক আগুন নিভানোর সহযোগিতা করেন এবং ওসি সবজেল নিজে দাঁড়িয়ে থেকে এমন ব্যবস্থা করেন। পরবর্তীতে ওসি সবজেলের সহযোগিতায় সাতক্ষীরা জেলা থেকে ফায়ার সার্ভিস এসে সম্পূর্ণ আগুন নিভিয়ে দেন। এ সময় বাড়ি মালিক শেষ কামরুল হাসান টিপু অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন।
সরজমিন গিয়ে দেখা যায় পাইকগাছা থানার ওসি সবজেল হোসেন তিনি দাঁড়িয়ে আছেন এবং আগুন নিভানোর জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন সাথে তার থানার সঙ্গীয় ফোর্স রয়েছেন। সর্বমহলে ওসি সবজেলের আন্তরিকতা ও সাহসিকতা চর্চিত। ফায়ার সার্ভিস আশাকালীন পাইকগাছা উপজেলার নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও সরকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন।