রাজধানী ঢাকার শ্যামপুরে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কঠোর পরিশ্রমের পর সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে শ্যামপুরের ১১ নং লাল মসজিদ রোডে অবস্থিত প্লাস্টিক কারখানাটিতে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৫টায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর ৫টা ৮ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু হয়। কারখানাটিতে প্লাস্টিক এবং স্যান্ডেল মজুদ ছিল, যা আগুনের তীব্রতা বৃদ্ধি করতে সহায়তা করে।
তিনি আরও জানান, প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা উদ্ধার কাজের পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হন। ভবিষ্যতে এমন ঘটনা রোধে কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত তদন্ত করার দাবি উঠেছে।