ঢাকায় ম্যাটস শিক্ষার্থীদের চার দফা যৌক্তিক আন্দোলনে স্বৈরাচার পুলিশ বাহিনী কর্তৃক সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল ও শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করায় সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ডিএমএফ ইন্টার্ন ও মৌলভীবাজার ম্যাটস শিক্ষার্থীবৃন্দের আয়োজনে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়।
ডা. এ কে এম শামসউদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের মৌলভীবাজার এর সমন্বয়ক মোক্তাদির বেগ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক তানজিয়া শিশির, ডা. সাহাব উদ্দিন বাবলু জুলাই অভ্যুত্থানের আহত যোদ্ধা, ডা. মুবিনুল হক জনি, ডা. ফরহাদ আহমেদ প্রমুখ। এছাড়াও ম্যাটস এর সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।