মাগুরা শহরের সৈয়দ আতর আলী সড়কের থানার সামনে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে এই চুরির ঘটনাটি ঘটে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী।
মাগুরা সদর থানার ১শ গজ সামনে অবস্থিত আমজেদিয়া ফার্মেসীতে এই দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। দোকানের দেয়াল ভেঙে নগদ টাকা এবং দামি ঔষধ চুরি করে নিয়ে যায়। এমন চুরির ঘটনায় ব্যবসায়ীদের ভাবিয়ে তুলেছে।
আমজাদিয়া ফার্মেসির ম্যানেজার মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, প্রতিদিনের মতো রাত ১২টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এ সময় সারাদিনের বিক্রি হওয়া তিন লক্ষ টাকা এবং দামি ঔষধ চুরি হয়। সকালে দোকান খুলতে এসে দেখি শাটার ঠিকঠাক আছে। দোকানের ভিতরে ঢুকে দেখি পিছন সাইডের ৫ ইঞ্চি দেয়াল ভাঙ্গা। এরপর দেখি ক্যাশ বাক্স খোলা। র্যাকে রাখা ঔষধ মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়াও দোকানের ভিতরে থাকা সিসি ক্যামেরাগুলো খুলে নেওয়া হয়েছে।
আমজাদিয়া ফার্মেসির স্বত্বাধিকারী খন্দকার মাহবুব আলম বলেন, থানার সামনে থেকেও দোকানের দেয়াল ভেঙে এমন চুরি কখনোই ভাবতে পারেনি। জিডি করা হয়েছে। দেখা যাক প্রশাসন কি করে। আমার প্রশ্ন শহরে টহল পুলিশ, কমিউনিটি পুলিশ ও বিভিন্ন মার্কেটের পাহারাদার থাকার পরেও কিভাবে এমন দুঃসাহসিক চুরি ঘটনা ঘটছে। এর আগেও বেশ কয়েকটি দোকানে চুরি হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আইয়ুব আলী জানান, আমজাদিয়া ফার্মেসিতে চুরি হয়েছে। ঘটনাস্থল আমরা পরিদর্শন করে দেখেছি। এই চুরির ঘটনায় একটা জিডি এন্ট্রি হয়েছে। আসামি ধরতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।