সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা বর্তমানে নতুন গান এবং স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ধারাবাহিকভাবে প্রতি মাসে নতুন গান প্রকাশ করার পাশাপাশি তার উপস্থিতি নিয়েও মিউজিক ভিডিও শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি।
সম্প্রতি, তিনি চারটি নতুন গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিয়েছেন। যদিও গানগুলোর রেকর্ডিং আগেই শেষ হয়েছে, ভিডিও ধারণের কাজ সম্পূর্ণ হলে এসব গান একে একে প্রকাশ হবে।
এ বিষয়ে সালমা বলেন, “শুটিং করতে চাই না, যদি খুব বেশি প্রয়োজন না থাকে। কারণ শুটিংয়ে অনেক কষ্ট করতে হয়। বাইরে রোদের মধ্যে কাজ করতে হয়। যারা শুটিংয়ের কাজে জড়িত, তারা যে কতটা কষ্ট করেন, সেটা শুটিংয়ে গেলে উপলব্ধি করা যায়।”
তবে তিনি আরও জানান, অনেক প্রযোজনা প্রতিষ্ঠান গানগুলোর ভিডিওতে শিল্পীর উপস্থিতি চায়। সেক্ষেত্রে গানের ব্যবসায়িক দিকও বিবেচনা করতে হয়, আর সে কারণে শিল্পী হিসেবে তার শুটিংয়ের বিষয়টি প্রত্যাখ্যান করা যায় না।
সালমা এই সময়টাকে কাজে লাগিয়ে তার নতুন কাজের মাধ্যমে শ্রোতাদের নতুন নতুন সংগীত উপহার দিতে চান। তার নতুন গানগুলোর মুক্তির অপেক্ষায় রয়েছে অসংখ্য ভক্ত ও শ্রোতা।