বিগত কয়েক বছর ধরেই একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। এবার মুম্বাইয়ে শুটিং স্পটে তাকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন এক যুবক।
ঘটনাটি ঘটে বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে, যখন সালমান খান মুম্বাইয়ের দাদরেতে শুটিং করছিলেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, একজন অজ্ঞাত যুবক হঠাৎ শুটিং স্পটে ঢুকে পড়েন এবং নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে ফেলেন। এরপর, ওই যুবক দূর থেকে সালমান খানকে প্রাণনাশের হুমকি দেন। ঘটনার সময় ওই যুবক নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দেন।
এ ঘটনার পর পুলিশ অভিযোগকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয় এবং তাকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শুটিং স্পটে ঢুকতে না পেরে রাগের মাথায় অভিযুক্ত যুবক ওই হুমকি দেন।
এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি সালমান খানের পক্ষ থেকে, তবে পুলিশের তদন্ত চলছে।
বিগত কয়েক বছরে সালমান খান বেশ কয়েকটি প্রাণনাশের হুমকি পেয়েছেন, যার মধ্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্রুপের উল্লেখযোগ্য হুমকি রয়েছে।