তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) পরিদর্শন করেন, যা চলচ্চিত্র শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মূহুর্ত হিসেবে চিহ্নিত হয়েছে। এটি তার প্রথম এফডিসি সফর এবং এফডিসিতে তার উপস্থিতি চলচ্চিত্র সংশ্লিষ্টদের জন্য নতুন একটি দিক উন্মোচন করে।
বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এবং পরিচালক সমিতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। উপস্থিত ছিলেন পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, উপমহাসচিব কবিরুল ইসলাম রানা, সহ-সভাপতি ও সদস্যরা। তাদের সাথে চলচ্চিত্র উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
শাহীন সুমন বলেন, “তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আমাদের প্রতি খুবই আন্তরিক। তিনি চলচ্চিত্র শিল্পের উন্নয়নে আমাদের মতামত শুনেছেন এবং সে বিষয়ে দ্রুত কাজ করার আশ্বাস দিয়েছেন।”
উপমহাসচিব কবিরুল ইসলাম রানা জানান, এফডিসিতে উপদেষ্টার সফরের ব্যাপারে আগে থেকে কোনো ঘোষণা ছিল না, তাই এটি ছিল একটি চমক। “তিনটি পক্ষের মধ্যে এই আড্ডায় চলচ্চিত্র শিল্পের উন্নয়নের বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়েছে এবং তিনি খুব শিগগিরই আমাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করবেন,” বলেন তিনি।
মো. নাহিদ ইসলাম এফডিসি সফরের সময় চলচ্চিত্র শিল্পের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলাপ-আলোচনা করেন এবং সরকারের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেয়া হচ্ছে তার সার-সংক্ষেপ তুলে ধরেন।
এফডিসির পরিবেশ বেশ আনন্দঘন ছিল এবং উপস্থিত সবাই এই মুহূর্তটিকে চলচ্চিত্র শিল্পের ভবিষ্যত সম্পর্কে নতুন দিক নির্দেশনা হিসেবে দেখছেন।