ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
বাজার মনিটরিং এর কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, আগামী কোরবানির ঈদেও বাজার মূল্য স্থিতি থাকবে: মাহবুবুর রহমান, সচিব, বাণিজ্য মন্ত্রণালয় পিএসসিকে চাপ দেওয়ার মিথ্যা অভিযোগ আনা হয়েছে: উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া ডিএসসিসি’র ব্যাটারির দরপত্রে অনিয়ম  :  কর্পোরেশনের ২০ লাখ টাকা গচ্চা এলজিইডির সদর দপ্তরসহ একযোগে ৩৬ অফিসে দুদকের অভিযান মৌলভীবাজারে ডাকাতির ঘটনায় ৫ডাকাতসহ গ্রেফতার-৭: অস্ত্র, গুলি, লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার রেললাইনের পাশে পড়েছিল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ নাগরপুরে কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিরছা ব্রিকসের বিরুদ্ধে মানববন্ধন ইউএসটিসিতে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক সেমিনার ও ফ্রি স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত কমলগঞ্জে ইকবাল হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন মৌলভীবাজার পৈলভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজে দুর্নীতি: ঠিকাদারের সাথে এলজিইডি কর্মকর্তারা জড়িত জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কুশিয়ারা নদী ভাঙনে ১৫টি ঘর বিলীন, দেড়শ পরিবার নিঃস্ব

মির্জাপুরে ছেলের ‘দা’ এর কোপে মা-বাবাসহ ৭ জন আহত, প্রতিবেশীর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ সরকার নামের এক যুবক তার মা-বাবা ও প্রতিবেশীসহ সাতজনকে কুপিয়ে জখম করেছে। এই ঘটনায় রাজেশ্বরী সরকার মিতু (৩৬) নামক এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে।

বুধবার (০৫ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে এ ঘটনাটি ঘটে।

ঘাতক যুবক আনন্দ সরকারকে পুলিশ আটক করেছে। ইচাইল গ্রামের নিমাই সরকারের ছেলে আনন্দ সরকার পেশায় মোটরসাইকেল গ্যারেজের মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আনন্দ সরকার হঠাৎ দা নিয়ে তার মা মিষ্টরানী সরকারকে কোপাতে যান। এ সময় তার বাবা নিমাই সরকারসহ প্রতিবেশী দীপা সরকার (২৫), সুমা সরকার (২৭), দুলাল সরকার (৪৫) ও দিগেন সরকার (৪০) তাকে আটকাতে গেলে আনন্দ তাদেরও কুপিয়ে আহত করেন। তার দায়ের কোপে প্রতিবেশী চাচাতো ভাইয়ের স্ত্রী দীপা সরকার ঘটনাস্থলেই মারা যান।

আহত অন্যদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুলাল সরকার ও দিগেন সরকারের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নিহত দীপা সরকার ইচাইল গ্রামের রণজিৎ সরকারের স্ত্রী। নিহতের দুই সন্তান রয়েছে। তন্মধ্যে একটি আট মাসের শিশু।

এদিকে হামলার খবর পেয়ে আশপাশের লোকজন এসে আনন্দ সরকারকে বেঁধে রাখেন। খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ আনন্দকে আটক করে নিয়ে যায়।

নিহত মিতু সরকারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আনন্দ কী কারণে তাদের কুপিয়েছেন, তা জানাতে পারেনি পুলিশ।

ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য ইচাইল গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান জানান, কয়েকদিন ধরে আনন্দ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে তিনি জানতে পেরেছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক যুবককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাজার মনিটরিং এর কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, আগামী কোরবানির ঈদেও বাজার মূল্য স্থিতি থাকবে: মাহবুবুর রহমান, সচিব, বাণিজ্য মন্ত্রণালয়

Verified by MonsterInsights

মির্জাপুরে ছেলের ‘দা’ এর কোপে মা-বাবাসহ ৭ জন আহত, প্রতিবেশীর মৃত্যু

আপডেট সময় ১২:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ সরকার নামের এক যুবক তার মা-বাবা ও প্রতিবেশীসহ সাতজনকে কুপিয়ে জখম করেছে। এই ঘটনায় রাজেশ্বরী সরকার মিতু (৩৬) নামক এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে।

বুধবার (০৫ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে এ ঘটনাটি ঘটে।

ঘাতক যুবক আনন্দ সরকারকে পুলিশ আটক করেছে। ইচাইল গ্রামের নিমাই সরকারের ছেলে আনন্দ সরকার পেশায় মোটরসাইকেল গ্যারেজের মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আনন্দ সরকার হঠাৎ দা নিয়ে তার মা মিষ্টরানী সরকারকে কোপাতে যান। এ সময় তার বাবা নিমাই সরকারসহ প্রতিবেশী দীপা সরকার (২৫), সুমা সরকার (২৭), দুলাল সরকার (৪৫) ও দিগেন সরকার (৪০) তাকে আটকাতে গেলে আনন্দ তাদেরও কুপিয়ে আহত করেন। তার দায়ের কোপে প্রতিবেশী চাচাতো ভাইয়ের স্ত্রী দীপা সরকার ঘটনাস্থলেই মারা যান।

আহত অন্যদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুলাল সরকার ও দিগেন সরকারের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নিহত দীপা সরকার ইচাইল গ্রামের রণজিৎ সরকারের স্ত্রী। নিহতের দুই সন্তান রয়েছে। তন্মধ্যে একটি আট মাসের শিশু।

এদিকে হামলার খবর পেয়ে আশপাশের লোকজন এসে আনন্দ সরকারকে বেঁধে রাখেন। খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ আনন্দকে আটক করে নিয়ে যায়।

নিহত মিতু সরকারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আনন্দ কী কারণে তাদের কুপিয়েছেন, তা জানাতে পারেনি পুলিশ।

ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য ইচাইল গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান জানান, কয়েকদিন ধরে আনন্দ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে তিনি জানতে পেরেছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক যুবককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।